মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইংরেজী, ৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

সিকৃবি হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন টিম ফ্যাশন ক্লিক

সিকৃবি প্রতিনিধি ::

২০২৩-০২-০৩ ০৯:৫৪:৪৮ /

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) হাল্ট প্রাইজের তৃতীয় বারের মতো আয়োজিত অন-ক্যাম্পাস রাউন্ডে চ্যাম্পিয়ন হয় ‘টিম ফ্যাশন ক্লিক’ । এবারের বিজনেস আইডিয়ার থিম ছিলো "রিডিজাইনিং ফ্যাশন"।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে সিকৃবি হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর অনিন্দিতা এস প্রমির সভাপতিত্বে ও তাসনিম সায়েম, নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের উপদেষ্টা জীবপ্রযুক্তি ও জীনপ্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান খান,

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদেন ডিন অধ্যাপক ড. মোঃ শাহ আলমগীর, সহকারী প্রক্টর অধ্যাপক কিশোর কুমার সরকার।

উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের জাজ প্যানেল শারমিন আক্তার, শামসুন্নাহার মুক্তা, মোঃ আবু কাওসার ও ডঃ মো. মাসুদ পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের এবারের অন-ক্যাম্পাস রাউন্ডে মোট ৯টি টিম রেজিস্ট্রেশন করে। তন্মোধ্যে পাঁচটি টিম তাদের বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন করে। তার মধ্যে টিম "ফ্যাশন ক্লিক" চ্যাম্পিয়ন হয়।

এর আগে সিকৃবি হাল্ট প্রাইজ প্রতিযোগিদের নিয়ে গ্রুমিং সেশন আয়োজন করে। সেশনটি পরিচালনা করেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মেহেদী হাসান খান ও

কৃষি বিপণন ও ব্যবস্হাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। অংশগ্রহনকারী প্রতিটি টিমকে হাল্ট প্রাইজ এক্সিকিউটিভ কমিটি সর্বাত্নক সহযোগিতা করেন।

এবারের প্রোগ্রামের ক্লাব পার্টনার হিসেবে ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি এবং দি এগ্রিকালচারাল ইকোনমিক্স ক্লাব

এবং প্রধান স্পন্সর হিসেবে ছিল টিপটপ মার্ট ও ফুড স্পন্সর হিসেবে কিউবিস্ট্রো, বালুচর নয়াবাজার ।

এছাড়াও হাল্ট প্রাইজের প্রধান স্পন্সর টিপটিপ মার্ট উপস্থিত শিক্ষার্থীদের মাঝে র ্যাফেল ড্র এর মাধ্যমে বারো হাজার টাকা সমমূল্যের শপিং করার সুযোগ করে দেন।

সিকৃবি হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর অনিন্দিতা এস প্রমি বলেন, "সিকৃবি হাল্ট প্রাইজের তৃতীয় ক্যাম্পেইনে থিম "রিডিজাইনং ফ্যাশনের" উপর অংশগ্রহনকারী নয়টি টিমের মাঝে বিজয়ী টিম ফ্যাশন ক্লিককে অভিনন্দন এবং সামনের প্রতিযোগিতার  জন্য শুভকামনা।

আমি কৃতজ্ঞতা জানাই আমাদের উপদেষ্টা সিকৃবির ছয় ফ্যাকাল্টির ডিন মহোদয়কে, বিচারকমন্ডলী এবং টিম প্রশিক্ষকদের । এবারের পুরো আয়োজনে সহয়তা করা সংশ্লিষ্ট সকল সদস্য ও স্পন্সরশিপ টিপটিপ মার্ট ও কিউবিস্ট্রো প্রতি কৃতজ্ঞতা।"

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হল একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিভিন্ন ধরণের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বের উদীয়মান তরুণ তরুণীরা নতুন নতুন ব্যাবসায়িক আইডিয়া সবার সামনে তুলে ধরে। যেখানে ফাইনাল রাউন্ডে বিজয়ীরা পায় এক মিলিয়ন ইউএস ডলার।

সিলেট সান/মোঃ সাজিদ আল সাদেক

এ জাতীয় আরো খবর

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক