শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

সিলাম স্কুলের মৃত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দক্ষিণ সুরমা সংবাদদাতা::

২০২৩-০২-০২ ০৯:৩৫:০৩ /

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মৃত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্কুল অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিল এবং শোক সভায় সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুলতান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন, ৯৭ ব্যাচের শিক্ষার্থী মোতাহের হোসেন জুনেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ৫নং সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, অভিভাবক সদস্য শাহ টিপু সুলতান, প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আনছার আলী।

 

 

এ সময় উপস্থিত ছিলেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুর রহমান, মো. হাবিজ মিয়া, মো. আবুল কালাম, মওলানা শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম, ফাহিমুজ্জামান।

 

আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আফজাল হোসেন, তাজুল ইসলাম জনি, মাহবুবুর রহমান রিংকু, মোছাদ্দেক হোসেন সুজন, কয়েছ আহমদ, শাহ মনজুরুল ইসলাম জুয়েল, মাসুম আহমদ, তানভীর আহমদ, মনোয়ার হোসেন, শেখ আব্দুল মাছুম, সুমন শাহ, খালেদ শাহ, মুমিন আহমদসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

 

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল আলম (মাছুম), ইসতিয়াকুর রহমান ইস্তি, ওমর ফারুক ফরহাদ, রুমেল আহমদ, সুমনুল কবির, মরহুমা মোছা. ইমা বেগমের ভাই মাজেদ আহমদ, মরহুম নুরুল আামীন সুহেলের পিতা আব্দুল কাইয়ুম আনা মিয়া।

 

মিলাদ ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের মৃত শিক্ষার্থী ইমা বেগম, ছায়রা বেগম ছারা, মুহিম আহমদ, নুরুল বখত, নুরুল আমীন সোহেল (পশ্চিম পাড়া), শফিউল আলম ওলিদ (পশ্চিম পাড়া), নুর উদ্দীন (পশ্চিম পাড়া), শাহিন আহমদ (পশ্চিম পাড়া), জুনেদ আহমদ (নিজ সিলাম), মারুফ আহমদ (টিকর পাড়া), মনোয়ার হুসেন (টিকর পাড়া), মখন মিয়া (টিকর পাড়া), শাহ মাহি (শেখ পাড়া), মোছা. নারগিস বেগম (টিলা পাড়া), আব্দুল আলী (তেলিপাড়া), শাহজাদ আহমদ (তেলি পাড়া), মাহফুজুর রহমান (হাজিপুর মাজের গাঁও), তারেক আহমদ (খালপার) সহ যে সকল শিক্ষার্থী ও শিক্ষক গত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন প্রখ্যাত আলেম মাওলানা জ. উ. ম. মুনাইম আহমদ (মঞ্জলালী) ও সিলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।

এ জাতীয় আরো খবর

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

 দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

 আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান