বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইংরেজী, ৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বিপিএল দেখতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকের উপচে পড়া ভিড়

সিলেট সান স্পোর্টস ডেস্ক ::

২০২৩-০১-৩০ ০৯:৫২:৫২ /

বিপিএল দেখতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকের উপচে পড়া ভিড়। সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন ভক্তরা।

বিদেশি বড় বড় তারকা না আসলেও বিপিএল দর্শক জনপ্রিয়তা পাওয়ায় উচ্ছ্বসিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেট সফরে গিয়ে সোমবার তিনি বলেছেন, স্থানীয় ক্রিকেটারদের অনেক ভক্ত থাকায় বিপিএল দেখতে দর্শক আসছে।

বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিপিএলসহ ঘরোয়া যে টুর্নামেন্ট হয়েছে সেখানে এমন উৎসাহ-উদ্দীপনা আগে দেখিনি, এমনকি সিলেটেও না। দর্শক মাঠে আনতে হলে অবশ্যই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট হতে হবে।

এবারের বিপিএলের বৈশিষ্ট্য হচ্ছে, অন্তত পাঁচটা দল শক্তিশালী। এর মধ্যে চারটা দল খুব ভালো খেলছে। কুমিল্লা, সিলেট, রংপুর ও বরিশাল খুব শক্ত দল। দল হিসেবে খুলনাও শক্তিশালী। কিন্তু ওরা ক্লোজ ম্যাচ হেরে যাচ্ছে।’

বিপিএলে সাকিব আল হাসান খুব ভালো ক্রিকেট খেলছেন। মাশরাফি মর্তুজা ৩৯ বছর বয়সেও বল হাতে ও নেতৃত্ব দিয়ে মাঠ মাতাচ্ছেন।

লিটন দাস, তাসকিনরা ভালো করছেন। সিলেট নয় ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়েছে। বিসিবি বস মনে করেন, মাশরাফি-সাকিবদের মতো ক্রিকেটারদের অনেক ভক্ত থাকায় বিপিএল ভালো দর্শক পাচ্ছে।

তিনি বলেন, ‘বিপিএলে শুরু থেকে টেবিল টপার সিলেট। সেরা হয়েই ওরা সিলেটে এসেছে। ওদের খেলা দেখতে দর্শক আসবে না? তাদের দলে আমাদের দেশের নামি-দামি খেলোয়াড় আছে।

আমাদের দেশের কিছু ক্রিকেটার আছে, তাদের দেখতেও প্রচুর দর্শক মাঠে আসে। ওদের বিরাট ভক্ত আছে। ঢাকা পর্বে বরিশাল ও সিলেটের শেষ ম্যাচ ছিল দুপুর বেলায়।

ওয়ার্কিং ডে’তে আমার জীবনে বিপিএলের লিগ পর্বে ঢাকায় এমন দর্শক দেখিনি। অবশ্যই সিলেটের মতো ওতো দর্শক ছিল না।’

আইপিএলের মতো বিপিএলও হোম-অ্যাওয়ে ম্যাচ থাকলে দর্শক বাড়তো এতে সন্দেহ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিপিএলকে খুলনা, কুমিল্লা ও বরিশালে নিতে পারলে এর জনপ্রিয়তা এবং ব্র্যান্ড ভেল্যুও বাড়তো।

তবে আন্তর্জাতিক ক্রিকেটের ঠাঁসা সূচির কারণে সেটা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন পাপন। তিনি আগামী বছর বিপিএলের স্লট পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরো খবর

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

 তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি