শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

সিলেটে বর্ণিল আয়োজনে ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত

সিলেট সান ডেস্ক

২০২৩-০১-২৭ ০৭:৫৪:৪২ /

সিলেটে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল ও তাঁর সহধর্মিনী নীতা জয়সওয়াল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নিরাজ কুমার জয়সওয়াল ভারত-বাংলাদেশের বন্ধুত্বের নানা দিক তুলে ধরেন। এ সময় তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সর্ম্পক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শাহনেয়াজ মিলাদ গাজী, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক  ডা. জামাল উদ্দিন ভূঁঞা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এসএমপি’র কমিশনার নিশারুল আরিফ, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট রাজনীতিবীদ ব্যারিষ্টার মো. আরশ আলী, গান্ধী ট্রাষ্টের ট্রাষ্টি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহ মোশাহিদ আলী, বিজিত চৌধুরী, নাজনীন হোসেন, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রেজাউল হাসান লোদী কয়েস, জিল্লুর রহমান উজ্জ্বল ও রাশেদ আহমদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, স্বেচ্ছাসেবক লীগের সুব্রত পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, প্রবীণ কর আইনজীবী মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক শামসুল ইসলাম সেলিম, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, নৃত্যশিল্পী নীলাঞ্জনা জুঁই, ইমা বাংলাদেশের উপদেষ্টা ডা. অরুণ কুমার শর্মা, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, বিটিভি’র সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ মুক্তা। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, আইনজীবী, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এরপর থেকে দিবসটি প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রতি বছর আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়।

 

এ জাতীয় আরো খবর

মোঘলাবাজারে চেক প্রতারনা মামলায় লন্ডন প্রবাসী মনসুরুল কারাগারে

মোঘলাবাজারে চেক প্রতারনা মামলায় লন্ডন প্রবাসী মনসুরুল কারাগারে

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৫ জনের মৃত্যু

 উপজেলা নির্বাচন ২০২৪: সিলেট বিভাগের ১১ টিতে নির্বাচন ৮ মে

উপজেলা নির্বাচন ২০২৪: সিলেট বিভাগের ১১ টিতে নির্বাচন ৮ মে

সিলেট জেলা ট্রাক পিকআপ  কাভার্ডভ্যান মালিক সমিতির  নবনির্বাচিত কমিটির অনুমোদন

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অনুমোদন

সিলেটের ১৯ আসন: ১৫টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

সিলেটের ১৯ আসন: ১৫টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

 চলছে ভোটগ্রহন, বাড়ছে ভোটার উপস্থিতি

চলছে ভোটগ্রহন, বাড়ছে ভোটার উপস্থিতি