শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

সিকৃবি প্রতিনিধি ::

২০২৩-০১-০৬ ০৭:১২:৩৪ /

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এই সংঘর্ষ হয়। আহতদের তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের

কেন্দ্রীয় অডিটরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হবে।’ কিন্তু দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ কর্মিসভার প্রাক্কালে এতে বাধা দেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিদ্রোহী গ্রুপ।

সিকৃবি শাখা সহ-সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া, ও প্রান্ত ইসলাম এই বিদ্রোহী গ্রুপের নেতৃত্ব দেন।

তাদের বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এসময় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। ক্যাম্পাসের পাঁচটি আবাসিক হল থেকে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন অহত হন।

এসময় সহ-সভাপতি সাব্বির মোল্লা ও তার অনুসারী জুনায়েদ আহমেদ শাহপরান হলে ঢুকে সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বে থাকা কয়েকটি কক্ষ ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরো খবর

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক