শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৪ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শিরোনাম : আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন বাংলাদেশী কর্মীদের ভিসা সহজ করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২ সুনামগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা সংবাদ সম্মেলন : কম খরচে জটিল সব চিকিৎসা করা যাবে জীবনজ্যোতি হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

বিজয় কথা” সংকলন এর প্রকাশনা অনুষ্ঠান

সিলেট সান ডেস্ক ::

২০২২-১২-২৯ ১৫:৫১:১৮ /

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহা সড়কে তুলে দিয়েছে।

পদ্মসেতু, মেট্টরেল তার জ্বলন্ত উদাহারণ। যা দেশে দেশ বিরোধীদের হিংসে হয়। তারা এদেশের মানুষ সুখে থাকুক, পাকা রাস্তায় চলাচল করুক এটা চায় না। তিনি বলেন, তারা পঁচাত্তরের ১৫ই আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে সোনার বাংলা গড়ার স্বপ্ন ধুলিস্যাত করতে চেয়েছিল।

কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয় নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা দেখা যায় তাতে সোনার বাংলা আর বেশী দূরে নয়। তিনি তরুণ প্রজন্মকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড দেশবাসীর সামনে তুলে ধরার আহবান জানান।

তিনি আরো বলেন, হৃদয়ে ৭১ ফাউন্ডেশন এর নামটি দেখে গর্বে বুকটা ভরে গেছে। এই সংগঠনের প্রতিটা কর্মী বঙ্গবন্ধুর আদর্শ ও একাত্তরকে ধারণ করে যাচ্ছে। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরছেন যা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই সংগঠনটি যারা এত সুন্দর একটি নাম দিয়ে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে “মুক্তির সংগ্রামের চেতনার ধারক ও বাহক” হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয় কথা” সংকলন এর প্রকাশনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর চেয়ারম্যান ইব্রাহীম আহমদ জেসি এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জে এইচ জায়গীরদার জাহেদ এর পরিচালনায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দীন আহমদ,

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সহ অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা নাজমুল ইসলাম চৌধুরী, ৩০নং

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মারুফ আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ এমদাদুল হক, ইকবালুর রহমান চৌধুরী রাশেদ,

এডভোকেট দিপেন আচার্য্য, পলাশ চক্রবর্তী, তায়েফ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ, রাসেল রহমান, সালমান, তারেকুল ইসলাম ফাবি, তারা দাশ রাজু, তৌফিক এলাহী চৌধুরী শাওন, জোবায়ের আহমদ,

সুয়েব আহমদ, তারেক চৌধুরী, মামুন তালুকদার, রাজিব আসলাম, আক্তার আহমদ, ফাহিম আহমদ, রুবেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সজিব চৌধুরী ও অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মুবশ্বির চৌধুরী।

এ জাতীয় আরো খবর

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

 বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্মারকলিপি ও দোয়া মাহফিল  করেছ সিলেট জেলা বিএনপি

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্মারকলিপি ও দোয়া মাহফিল করেছ সিলেট জেলা বিএনপি

পরলোকে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত

পরলোকে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত

সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র পুরস্কার বিতরণ

সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র পুরস্কার বিতরণ