শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৭ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

একেই বলে ভাগ্য!

সিলেট সান ডেস্ক ::

২০২২-১২-২৪ ০১:৫৫:৩৭ /

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে লটারিতে পুরস্কার হিসেবে কোটি কোটি টাকা জিতেছেন এক গাড়িচালক।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ভারতীয় নাগরিক। প্রথম পুরস্কারের মূল্য ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি ২৩ লাখ টাকা।

প্রথম পুরস্কার বিজেতা ওই ব্যক্তির নাম অজয় ওগুলা। খালিজ টাইমস গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম থেকে চার বছর আগে অজয় অগুলা ভাগ্য অন্বেষণে দুবাই যান।

বর্তমানে অজয় দেশটির একটি অলঙ্কার তৈরির কারখানায় গাড়ি চালক হিসেবে কাজ করছেন। মাসিক ৩ হাজার ২০০ দিরহামে তিনি এই চাকরি করছেন।

লটারিতে ভাগ্য খুলে যাওয়ার পর খালিজ টাইমসকে অজয় বলেন, ‘পুরস্কার পাওয়ার পর যখন বাড়িতে ফোন করে মা-ভাইবোনদের এ খবর জানাই।

কিন্তু কেউ তা বিশ্বাস করেনি। তবে সংবাদমাধ্যমে যদি তারা এই খবর দেখতে পায়, আমার ধারণা তারা বিশ্বাস করবে।’

পুরস্কারের এত অর্থ কী করবেন- এমন প্রশ্নের জবাবে অজয় জানান, নিজ গ্রাম ও আশপাশের গ্রামের দুঃস্থ-অসহায় মানুষকে সহায়তা করতে একটি দাতব্য তহবিল গঠনের পরিকল্পনা করেছেন।

এ জাতীয় আরো খবর

বাড়ল সয়াবিন তেলের দাম

বাড়ল সয়াবিন তেলের দাম

বাজার নিয়ন্ত্রণে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ

বাজার নিয়ন্ত্রণে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ

উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা:  আমদানির খবরে ঠাকুরগাঁওয়ে কমছে আলুর দাম

উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা: আমদানির খবরে ঠাকুরগাঁওয়ে কমছে আলুর দাম

 আরো ১ লাখ ১৬ হাজার ২৪৯ জন বিদ্যুৎ গ্রাহক প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন

আরো ১ লাখ ১৬ হাজার ২৪৯ জন বিদ্যুৎ গ্রাহক প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন

গ্যাস সরবরাহে শিল্প, সার ও বিদ্যুত খাতকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সিলেটে  পেট্রোবাংলার চেয়ারম্যান

গ্যাস সরবরাহে শিল্প, সার ও বিদ্যুত খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সিলেটে পেট্রোবাংলার চেয়ারম্যান

সিলেটের জাহেদ ইকবাল দেশের সর্বোচ্চ করদাতা

সিলেটের জাহেদ ইকবাল দেশের সর্বোচ্চ করদাতা