বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

কালিঘাটে ট্রাক চাপায় প্রাণ গেল সিঙ্গারা বিক্রেতা শিশুর

স্টাফ রিপোর্ট::

২০২২-১২-০৩ ১২:১৫:৪৪ /

সিলেট নগরীর প্রধান পাইকারি বাজার কালিঘাটে ট্রাকের পেছনের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছে সিঙ্গারা বিক্রেতা এক শিশু। জ্যামের কারণে ট্রাকটি আটকে গেলে ওই সময় শিশুটি সাইকেল নিয়ে ওভারটেক করে যাওয়ার চেষ্ঠা করতে গিয়ে পেছনের চাকায় পড়ে মারা যায় সে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কালিঘাটের মনির মিয়ার পয়েন্ট মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জাকারিয়া (১৩) সিলেটের কোম্পানীগঞ্জের দলইগাঁওয়ের তবারক আলীর ছেলে। সে নগরীর সওদাগরটুলার একটি কলোনীতে স্বজনদের সাথে বসবাস করে কালিঘাটসহ বিভিন্ন এলাকায় সিঙ্গারা বিক্রি করত। ঘটনার পর রাত ৯টার দিকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালিঘাটের মনির মিয়ার পয়েন্টে জ্যামের কারণে ট্রাক আটকা পড়লে শিশু জাকারিয়া তার বাই সাইকেলযোগে আগে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু ট্রাক চালক গাড়ি নিয়ে অগ্রসর হতে গেলে ধাক্কা লেগে শিশুটি ট্রাকের পেছনের চাকায় পড়ে পিষ্ট হয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন পুলিশ ট্রাকটি থানায় নিয়ে এসেছে। তিনি জানান, ট্রাকের পাশ দিয়ে যাওয়ার চেষ্ঠাকালে শিশুটি পিষ্ট হয়ে মারা যায়।

জানা গেছে, কালিঘাটে প্রতিদিন সিলেট জেলাসহ বিভিন্ন স্থান থেকে শতশত ট্রাক বিভিন্ন ধরণের পণ্য লোড-আনলোড করে। দিনের বেলায় কালিঘাট এলাকায় হাটাই মুশকিল হয়ে দাড়ায়। অনেক দিন রাত ১০টা পর্যন্ত ট্রাকের ভিড় থাকে। কিন্তু সে অনুযায়ী বাজারের ট্রাফিক ব্যবস্থা খুবই দুর্বল।

রাতে শিশুটিকে ট্রাক চাপার পেছনে ট্রাফিক ব্যবস্থাকে দায়ি করছেন সেখানকার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা। তারা জানান, আগের তুলনায় এখন কালিঘাটে লাইনম্যান কম। এমনকি পরিবহন শ্রমিক নেতারা ব্যস্ত থাকেন যানবাহন থেকে টাকা আদায় নিয়ে।

এ জাতীয় আরো খবর

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

ফুটপাত দখল করে ব্যবসা, সিসিকের জরিমানা

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, মেয়র'র কৃতজ্ঞতা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

কয়েল, মশারি কিছুই মানছে না মশা

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের

শুরুতেই সুসংবাদ: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মেয়র আনোয়ারুজ্জামানের