বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সার্বিয়াকে কাঁদিয়ে শেষ ষোলো'য় সুইজারল্যান্ড

সিলেট সান স্পোর্টস ডেস্ক:

২০২২-১২-০২ ২১:২৩:০৩ /

জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত, এমন সমীকরণে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল সুইজারল্যান্ড। যেখানে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নকআউট পর্বে জায়গা করে নিল সুইসরা।

নিজেদের গ্রুপে রানার্সআপ হিসেবে নকআউটে উঠল সুইজারল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুনের কাছে ব্রাজিল ১-০ গোলে হারলেও সেলেসাওরাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্বে উঠেছে। বিদায় নিতে হয় ক্যামেরুন ও সার্বিয়াকে। শুক্রবার রাতে স্টেডিয়াম ৯৭৪-এ ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দুদল।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই ভালো সুযোগ পায় সুইজারল্যান্ড। তবে ব্রিল এমবোলোর শট ঠেকানোর পর গ্রানিত জাকার প্রচেষ্টা রুখে দেন সার্বিয়ার গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। একাদশ মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি সার্বিয়া। আন্দ্রিয়া জিভকোভিচের শট পোস্টে লাগে।

খেলার ২০তম মিনিটে লিড নেয় সুইসরা। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে রিকার্দো রদ্রিগেসের করা ক্রস ক্লিয়ার করতে পারেনি সার্বিয়া। জিব্রিল সো বল পেয়ে খুঁজে নেন জেরদান শাচিরিকে। সাবেক লিভারপুল মিডফিল্ডারের বাঁ পায়ের শটে বল সার্বিয়ার ডিফেন্ডার স্ত্রাহিনিয়া পাভলোভিচের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি সার্বিয়া।

ছয় মিনিট পরই বাঁ দিক থেকে দুসান তাদিচের ক্রসে ডি-বক্সে দারুণ হেডে গোলটি করেন আরেক ফরোয়ার্ড আলেকসান্দার মিত্রোভিচ। সার্বিয়া ৯ মিনিট পর এগিয়েও যায়। তাদিচের পাস বক্সে ক্লিয়ার করতে পারেননি সুইস ডিফেন্ডার রেমো ফ্রয়লার। আলগা বল পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন দুসান ভ্লাহোভিচ।

অন্য ম্যাচে তখনও গোলশূন্য থাকায় পয়েন্ট টেবিলে চার থেকে দুই নম্বরে উঠে আসে সার্বিয়া। অবশ্য সার্বিয়ার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৪তম মিনিটে ২-২ সমতা ফেরায় সুইজারল্যান্ড। টেবিলেও আবার দুইয়ে উঠে আসে তারা। ডান দিক থেকে সিলভান উইডমারের পাসে কাছ থেকে বল জালে পাঠান এমবোলো।

বিরতির পর দ্রুতই গোলের দেখা পায় সুইজারল্যান্ড। শাচিরির কাছ থেকে বল পেয়ে ভারগাস রেমো ফ্রেউলারের দিকে ফ্লিক করেন। সেখান থেকে গোল করতে কোনো ভুল করেননি ফ্রেউলার। এই গোলের শেষ অবধি জয় নিশ্চিত হয়ে যায় সুইসদের। শেষ দিকে যদিও সার্বিয়ানরা বেশ কয়েকটি প্রচেষ্টা চালায় তবে তা থেকে গোল আদায় করে নিতে পারেনি

এ জাতীয় আরো খবর

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

 তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি