শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সাফল্যের ধারা অব্যাহত রেখেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

সিলেট সান ডেস্ক::

২০২২-১১-২৮ ১১:৪৯:৩১ /

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ(জেসিপিএসসি) গত বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এসএসসি পরীক্ষায়। বাংলা মাধ্যমে ২২৬ (বিজ্ঞান শাখা -১৭৮ ও ব্যবসায় শিক্ষা শাখা- ৪৮) ও ইংরেজি মাধ্যমে ৬২ জনসহ মোট- ২৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করে। তার মধ্যে ২৬১ জন A+ ও ২৭ জন A গ্রেড অর্জন করে।

দুপুরে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামের সামনে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান। এ সময় মাধ্যমিক শাখার কোঅর্ডিনেটর সিনিয়র শিক্ষক আইনুল হক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের শতভাগ সাফল্য ও শিক্ষার্থীদের কাঙ্খিত ফলাফল প্রাপ্তিতে সবার মাঝেই ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

এই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, "আমাদের কাঙ্খিত ফলাফল অর্জনে সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ মাওলা ডন, এএফডব্লিউসি, পিএসসি এর সুচিন্তিত দিক-নির্দেশনা, অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি এর সুদক্ষ পরিচালনায়, বিজ্ঞ শিক্ষকমণ্ডলীর একনিষ্ঠ শ্রম , শিক্ষার্থীদের অধ্যাবসায় ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে।

তাই সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।" তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা  জীবনের পথচলায় শিক্ষা ক্ষেত্রে মাধ্যমিক স্তর অতিক্রম করেছো। উচ্চশিক্ষার জন্য তোমাদের পাড়ি দিতে হবে বহুদূর। তাই ভালো করে বুঝে পড়ার কোন বিকল্প নেই। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তোমাদের ভালো মানুষ ও আদর্শ দেশপ্রেমিক হতে হবে। তোমাদের জন্য শুভকামনা।

সবার সফল ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।" এদিকে ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীরা সকাল থেকেই প্রতিষ্ঠানে আসতে শুরু করে। অনলাইনে ফলাফল জানতে পারলেও প্রতিষ্ঠানে এসে সরাসরি ফলাফল জানার জন্য অনেকের মাঝেই ছিলো  উচ্ছ্বাস। তাই ফলাফলের জন্য  শিক্ষার্থীদের অনেকে অভিভাবকসহ জেসিপিএসসিতে উপস্থিতি হয়।

এ জাতীয় আরো খবর

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক