
২০২২-০৯-৩০ ১৫:১৭:৫৩ / Print
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পূর্ব জিন্দাবাজার আরবি টাওয়ারে এই সভার আয়োজন করা হয়।
সিলেট বিভাগীয় নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বিলকিস আক্তার সুমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিকা ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সহ সভাপতি সোমা জায়গীরদার, কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা অন্যা, প্রচার সম্পাদক রোহেনা সুলতানা, কার্যনির্বাহী সদস্য জাকিয়া সুলতানা, ফাহিমা বেগম ও প্রিয়াঙ্কা রায় প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্যে সিলেট বিভাগীয় নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বিলকিস আক্তার সুমী সকলকে সাথে নিয়ে সংগঠনের সমৃদ্ধি বাড়াতে একযোগে কাজ করার আহবান জানান। তিনি নারী সাংবাদিকদের আরো সাহসী ও উদ্যোগী হওয়ার উপর গুরুত্তারোপ করেন।