শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইংরেজী, ৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

তাহিরপুরে কাবাডি খেলা নিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

২০২২-০৯-৩০ ১১:৪৩:৫২ /

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাবাডি খেলা নিয়ে তিন গ্রামের সংঘর্ষে শিশুসহ অর্ধশত মানুষ আহত হয়েছে। গুরুত্বর আহতদের মধ্যে দুপক্ষের ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সোলেমানপুর মাদ্রাসা মাঠে পাঠাবুকা ও সোলেমানপুর গ্রাম বনাম নয়নগর গ্রামের মধ্যে খেলা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, বিকেল তিনটায় সোলেমানপুর মাদ্রাসা মাঠে কাবাডি খেলা শুরু হয়। শুরু থেকে ভাল ভাবে খেলা চললেও শেষ পর্যায়ে খেলার নিয়ম না মানায় সন্ধ্যা ৬টায় নয়নগর গ্রামের এক লোক পাঠাবুকা গ্রামের এমরান হোসেনের গায়ে হাত তুলে।

এনিয়ে উত্তেজনা দেখা দিলে তিন গ্রামের মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় শিশুসহ অর্ধশতাধিক আহত হয়। স্থানীয় এলাকাবাসী গুরুত্বর আহতের উদ্ধার করে৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এর মধ্যে রুহুল আমিন(৩৫),সাজিকুল নিয়া(৩২),নজির হোসেন(২৫),আক্তার হোসেন(২২),রকিব মিয়া(১৮),

সাইদুল মিয়া(৩০), এছাড়া আহত জামিরুল (২৫),রায়হান মিয়া(২৫),আনোয়ার মিয়া(১৬),হিরন মিয়া(১৩),রবিন মিয়া(২২),সোহান মিয়া(৮),হুমায়ুন ফরিদ(১০),মোজাহিদ (২৪) আসাদুল মিয়া(৩৯)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এই বিষয়ে পাটাবুকা গ্রামের বাসিন্দা শ্যামল হোসেন জানান,খেলা শেষ সময়ে নয়নগর গ্রামের এক বাসিন্দা পাটাবুকা গ্রামের খেলোয়ারের গায়ে হাত তুললে সংঘর্ষের সৃষ্টি হয়।

তাহিরপুর থানা ওসি সৈয়দ ইফতেখার হোসেন কাবাডি খেলা নিয়ে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সংঘর্ষের ঘটনার এখনও লিখিত ভাবে কেউ কোন অভিযোগ করেনি।

এ জাতীয় আরো খবর

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান