
২০২২-০৯-২৭ ০৮:২৭:২৪ / Print
'পর্যটনে নতুন ভাবনা' প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে পৃথক দুটি র্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাব এ কর্মসূচির আয়োজন করে। পরে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচিতে কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাব ছাড়াও কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের সদস্যবৃন্দ এবং সাদা পাথর নৌকা পরিবহন শ্রমিকরা অংশ নেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আরো উন্নত করতে সরকার বদ্ধপরিকর। এজন্য মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিআরটিসি আর্কিটেকচার টিম এই মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। এরই মধ্যে বরাদ্দও হয়েছে। শীগগিরই ওয়ার্ক অর্ডার হবে। এছাড়া এই পর্যটন কেন্দ্রকে নিয়ে সরকারের আগামী পরিকল্পনাগুলো তুলে ধরেন তিনি।
এসময় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেসমিন আক্তার,
কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সহ সভাপতি ফাইজুর রহমান, চাঁন মিয়া মজনু, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সোহেল রানা, আহসান হাবিব শিপন, উবায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুক রানা, আরমান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুহেল রানা শূন্য, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোলাইমান আহমদ,
আলোকচিত্র সম্পাদক শরীফ উদ্দিন, সদস্য কামরুজ্জামান মেম্বার, আকবর রেদওয়ান মনা, আনোয়ার সুমন, আবু আল হেলাল, ওমর ফারুক, আব্দুল হামিদ, এম এ রহিম, তানজিম শিব্বির, জাহাঙ্গীর আলম, আবুল আলা, আমিরুল হক, জুয়েল আহমদ, জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের অর্ধ শত ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।