
২০২২-০৯-২৬ ১১:০৮:১৮ / Print
আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর (সোমবার) জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এতে গোয়াইনঘাট উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজিব টিউবওয়েল প্রতীক পেয়েছেন। তিনি জেলা পরিষদের ১০ নং ওয়ার্ড (গোয়াইনঘাট) এর উন্নয়নকে আরোও গতিশীল করতে সদস্য পদে প্রার্থী হয়েছেন। প্রতীক পাওয়ার পর তিনি এবং তার সমর্থকরা প্রচারণায় নেমেছেন।
১৭ অক্টোবরের নির্বাচনে টিউবওয়েল মার্কা নিয়ে ইনসাদ হোসেন রাজিব জয়যুক্ত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মানিত ভোটার বৃন্দের মূল্যবান রায়ের মধ্য দিয়ে টিউবওয়েল মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।
প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।