শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

কাসমির রেজা ও ফারুক আজাদকে সংবর্ধনা দিল সোল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্ট::

২০২২-০৯-২৪ ১৬:৫৫:৩৭ /

কাসমির রেজা ও মো. ফারুক আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সমাজ কল্যাণে বিশেষ অবদান রাখায় 'শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড পাওয়ায় কাসমির রেজাকে এবং প্রাথমিক শিক্ষায় জৈন্তাপুর উপজেলায় ২য় বারের মত শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মোহাম্নদ ফারুক আজাদকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে সোল-৯৩ ফাউন্ডেশন কার্যালয়ে এ সংবর্ধনা আয়োজন করা হয়। সোল-৯৩ ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সল আহমদ বাবলু, সদস্য সচিব আরিফ উদ্দিন, এডমিন হারন উর রশীদ, এডমিন আলমগীর কবির মুন্না, আবুল ফয়সল জিয়াদ, মর্ডারেটর আব্দুল হাদী রুম্মান, মো. হাসিনুজ্জামান, গোপাল নাথ, রুহুল আমিন, প্রমুখ।

সংবর্ধিত অতিথি কাসমির রেজা, এই পুরষ্কার সিলেটবাসীর জন্য উৎসর্গ করে বলেন এটি আমাকে দেওয়া হয়েছে। আমি বন্ধুুদের জন্য বিলিয়ে দিলাম। সমাজের যেখানেই অসংগতি সেখানেই প্রতিবাদ গড়ে তোলার আহবান জানান কাসমির রেজা। তিনি পরিবেশের উন্নয়নে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।

কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজাদ বলেন, এই পুরষ্কার আমি দ্বীতিয় বারের মত অর্জন করেছি। এটি পেতে আমাকে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবককরা। তারা যদি তাকে সহযোগিতা না করতেন এই অর্জন অসম্ভব ছিল।

তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তার এই অর্জন সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসর্গ করেন।

এ জাতীয় আরো খবর

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না