বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইংরেজী, ১১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সিলেট জেলা পরিষদ নির্বাচন: ১ নং ওয়ার্ডে প্রাথমিক বাছাইয়ে প্রার্থীতা বাতিল শাহা নুরের

সিলেট সান ডেস্ক

২০২২-০৯-২১ ১৩:০১:০৭ /

লন্ডনে অবস্থান করে হলফনামায় অসত্য তথ্য প্রদান করায় সিলেট জেলা পরিষদ ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ শাহা নুরের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর প্রার্থী বাছাইয়ের সময় হলফনামায় অসত্য তথ্য প্রদানের সত্যতা পাওয়ায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক  মো. মজিবর রহমান এই প্রার্থীতা বাতিল করেন। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬-এর বিধি ১৪(৩) (ঙ) অনুযায়ী মোহাম্মদ শাহা নুরের প্রার্থীতা বাতিল করা হয় বলে তিনি জানান।  


খোঁজ নিয়ে জানা যায়, মনোয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১৫ সেপ্টেম্বর মেম্বার পদপ্রার্থী শাহা নুরে অনুপস্থিতিতে তার স্বাক্ষর জাল করে মনোয়নপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিয়ে সিলেট জেলা পরিষদ ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তাইনুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র বাছাইকালে রিটানিং অফিসারের প্রশ্নের জবাবে শাহা নুর স্বীকার করেন যে, তিনি লন্ডনে ছিলেন।

গত ১৬ সেপ্টেম্বও তিনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। হলফনামা প্রদান ও মনোয়নপত্র জমা দেওয়ার সময় তিনি দেশের বাইরে ছিলেন। ফলে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে শাহা নুরের প্রার্থিতা বাতিল করেন রিটানিং অফিসার।


এ অবস্থায় রির্টানিং অফিসারের এ রায়ের বিরুদ্ধে আপিলও করেছেন মোহাম্মদ শাহা নুর। আজ ২২ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে আপিলের শুনানি হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।  

 

এ জাতীয় আরো খবর

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬