
২০২২-০৮-১৯ ১১:৫৬:৪১ / Print
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদ্বয় হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর গ্রামের ছিদ্দেক মিয়ার ছেলে জসিম উদ্দিন ও মৃত আছদ্দর আলীর ছেলে সামছুল ইসলাম।
১৯ আগস্ট (শুক্রবার) বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই অনুজ কুমার দাস ও এএসআই মো. জামাল উদ্দীন উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বড়ঘোষা এলাকা থেকে ২৭০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করেন।
গোয়াইনঘাট থানার ওসি কে. এম. নজরুল ইসলাম ফেনসিডিলসহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।