মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শ্রীমঙ্গলে লাল মাটি দিয়ে ঘর লেপন হলনা চার নারীর

শ্রীমঙ্গল প্রতিনিধি ::

২০২২-০৮-১৯ ০৯:০০:৩৭ /

লাল মাটি দিয়ে ঘর লেপন আর হলো না চার নারীর। এর আগেই মাটি চাপায় ৪ নারী শ্রমিকের মৃত্যু হলো। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের উরিষ্যা টিলায়।

টিলা ধসে একই পরিবারে দুই জা’সহ মাটি চাপায় ৪ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের কুমেদ কন্দের বাসার সামনে উরিষ্যা টিলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই চা বাগানে জংলী টিলার বাসিন্দা চা শ্রমিক স্বপন ভূমিজের স্ত্রী হীরামনি ভূমিজ (৩০), রিপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ (২৮), পঞ্চায়েত সভাপতি অরুন মহালী’র স্ত্রী রাধা মাহালি (৪০) এবং মিঠুন ভূমিজের রিনা ভূমিজ (২২)।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, নিহতের বসতভিটার প্রায় শতাধিক গজ দুরে উড়িষ্যা টিলায় দুর্ঘটনার খবর পেয়ে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারজন নারী চা শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

আমরা পরীক্ষা করে দেখেছি হাসপাতালে আসার আগেই তারা মারা যান। এছাড়াও খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল গিয়ে অনুসন্ধান করেন মাটি চাপায় বা মাটির নিচে আর কোন মানুষ আছে কিনা। ঘটনার খবর পেয়ে দুপুরে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

তিনি সরকারীভাবে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করার আশ^াস প্রদান করেন। কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, চা শ্রমিকদের আন্দোলনে কাজ বন্ধ থাকায় ‘শুক্রবার সকালে ৪ নারী শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে ওই আসেন।

টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার।

এ জাতীয় আরো খবর

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ