বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইংরেজী, ১৪ চৈত্র ১৪৩০ বাংলা ENG

দেশের মানুষ ভালো আছে, বেহেস্তে আছে-সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্ট::

২০২২-০৮-১২ ০৭:৪৫:৪২ /

বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে, বেহেস্তে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে- এমন মিথ্য তথ্য ছড়িয়ে একটি পক্ষ আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে। এই মুহুর্তে বাংলাদেশ চ্যালেঞ্জে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে আছি। কিন্তু আমাদের রিজার্ভ যথেষ্ট আছে। তিনি শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ভূমি অধিগ্রহন বিষয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয় তাদের কাছে তথ্য চাওয়া হলে সেসব দেশ তথ্য দিতে চায় না এবং সেটা তাদের মজ্জাগত সমস্যা বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কাছে ৬৭ জনের নাম উল্লেখ করে অনেক আগে চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়। কিন্তু তারা শুধু একজনের তথ্য দিয়েছিলো। আরো কয়েকবার তথ্য চাওয়া হলেও তাদের রাষ্ট্রদূত বলেছেন তথ্য চাওয়া হয়নি। ওই রাষ্ট্রদূত নতুন দায়িত্ব পেয়েছেন তাই অনেক কিছু জানেন না। 
বিমানবন্দরে ড. মোমেনের সাথে  বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ ওসমানী বিমানবন্দরের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ দিকে পররাষ্ট্রমন্ত্রী বিকালে নগরীর জিন্দাবাজারে তার ব্যাক্তিগত অফিস পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ কমিশনার নিশারুল আরিফ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রীর কাছে রিকাবিবাজারের পুলিশ লাইন্স গীর্জা সমিতির পক্ষ থেকে গীর্জায় অনুদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। এছাড়া মন্ত্রী দক্ষিণ সুরমার সদরখলায় দক্ষিণ সুরমা গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। 

এমআর

এ জাতীয় আরো খবর

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে আ' লীগ, দুটি পাচ্ছে জাপা

সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে আ' লীগ, দুটি পাচ্ছে জাপা