শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

মজুরি বৃদ্ধির দাবিতে ৪র্থ দিনের মত কর্মবিরতিতে চা শ্রমিকরা

মিঠুন মহালী, চুনারুঘাট

২০২২-০৮-১২ ০২:৫৮:৩৩ /

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে একযোগে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সারাদেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে হবিগঞ্জের ২৩টি চা বাগানসহ দেশের সব চা বাগানে এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকা এই কর্মসূচিতে হবিগঞ্জসহ ১৬৭টি চা বাগানের চা শ্রমিকরা একযোগে এই কর্মবিরতি পালন করছেন।

শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চা শ্রমিকদের মজুরি ১২০টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে চা বাগান মালিক ও শ্রমিকদের দ্বিপাক্ষিক চুক্তিতে মজুরি ১২০ টাকা থেকে মাত্র ১৪ টাকা বাড়িয়ে ১৩৪ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে দুটি চুক্তির মাঝখানে পড়ে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই তারা দৈনিক মজুরি ন্যূনতম ৩০০ টাকার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু মজুরি বোর্ড থেকে শুরু করে মালিক পক্ষের সঙ্গে বার বার বৈঠক করেও কোনো সুফল না পাওয়ায় এই কর্ম বিরতির ডাক দিয়েছে।

উল্লেখ্য, দেশে চা শিল্পের সঙ্গে দেড় লক্ষাধিক শ্রমিক জড়িত। শ্রমিক নেতারা বলেন, তাদের হাড়ভাঙা খাটুনিতে প্রতি বছর চা শিল্পে রেকর্ড চা উৎপাদন হয়। ২০২১ সালে দেশের ইতিহাসে চা শিল্প রেকর্ড ৯৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। কিন্তু তাদের ভাগ্যের উন্নয়ন আজও হয়নি। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দুটি চুক্তি বাস্তবায়ন করা হলেও তারা বার বার মার খাচ্ছেন।

শ্রমিক নেতৃবৃন্দরা বলেন যদি আজকের মধ্য কোন সিদ্ধান্তে না আসে তাহলে আগামীকাল থেকে এক যুগে -এক ডাকে সমগ্র বাংলাদেশের চা বাগান গুলো অনিদির্ষ্ট কালের জন্য বন্দ করা হবে। রুটি রুজির সংগ্রাম, চলছে চলবে। ৩০০টাকা মজুরি দিতে হবে দিতে হবে। এই প্রতিপাদ্য কে ধারণ করে রাজপথে আন্দোলন করবেন।

এ জাতীয় আরো খবর

মোঘলাবাজারে চেক প্রতারনা মামলায় লন্ডন প্রবাসী মনসুরুল কারাগারে

মোঘলাবাজারে চেক প্রতারনা মামলায় লন্ডন প্রবাসী মনসুরুল কারাগারে

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৫ জনের মৃত্যু

 উপজেলা নির্বাচন ২০২৪: সিলেট বিভাগের ১১ টিতে নির্বাচন ৮ মে

উপজেলা নির্বাচন ২০২৪: সিলেট বিভাগের ১১ টিতে নির্বাচন ৮ মে

সিলেট জেলা ট্রাক পিকআপ  কাভার্ডভ্যান মালিক সমিতির  নবনির্বাচিত কমিটির অনুমোদন

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অনুমোদন

সিলেটের ১৯ আসন: ১৫টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

সিলেটের ১৯ আসন: ১৫টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

 চলছে ভোটগ্রহন, বাড়ছে ভোটার উপস্থিতি

চলছে ভোটগ্রহন, বাড়ছে ভোটার উপস্থিতি