বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইংরেজী, ১১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

ওয়েস্ট ইন্ডিজের সামনে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস রিপোর্ট ::

২০২২-০৭-০৭ ১৬:২১:১৯ /

আজ জয়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের করতে হবে ১৬৪ রান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। বাউন্ডারি মারার চেষ্টা না করে সিঙ্গেলস বের করাতে জোর দেন তারা। এতে বেশ সফলও হয়েছেন। জুটি দাঁড়ায় ৪.২ ওভারে ৩৫ রান। এর পরের বলেই বিদায় নেন এনামুল। করেছেন ১১ বলে ১০ রান। ক্রিজে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই ওডেন স্মিথের বল বাউন্ডারি ছাড়া করেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না তিনি। পরের ওভারের তৃতীয় বলে রোমারিও শেফার্ডের ডেলিভারিতে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। সেটি দুর্দান্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করেন ওডেন। সাকিব ফেরেন ৩ বলে ৫ রান করেন। দলের স্কোর তখন ৪২ রান। পরের গল্পটা লিটন দাস ও আফিফ হোসেনের। ধীরে ধীরে ইনিংস গড়ে তোলায় মনোযোগ দেন তারা। দলীয় ৯৯ রানের সময় আউট হন লিটন। ১৩তম ওভারের পঞ্চম বলে হেইডেন ওয়ালশের ডেলিভারিতে আকিল হোসাইনের বলে হাতে তালুবন্দি হন। তার আগে ৪১ বলে ৪০ রানের দারুণ ইনিংস খেলেন এই ব্যাটার। এক রানের জন্য টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ৬ষ্ঠ অর্ধশত পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। সাকিব-এনামুলের বিদায়ের পর হাল ধরেছেন লিটন-আফিফসাকিব-এনামুলের বিদায়ের পর হাল ধরেছেন লিটন-আফিফ তবে ঠিকই ফিফটি পূর্ণ করেছেন আফিফ। ৩৮ বল মোকাবিলায় ৫০ রান এসেছে তার ব্যাট থেকে। ওই বলেই রান আউটের শিকার হন তিনি। তার দুই বল আগে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ২০ বলে ২২ রান করা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ৬ বলে ১০ রানের সুবাদে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়েছে সফরকারীরা। স্বাগতিকদের পক্ষে হেইডেন ওয়ালশ ২টি এবং ওডেন স্মিথ ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নেন। অন্যটি রানআউট

এ জাতীয় আরো খবর

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

 তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি