শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

গোয়াইনঘাটে স্বেচ্ছাশ্রমে চলছে সড়ক সংস্কার

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট

২০২২-০৬-২৮ ০৮:৩৬:৩২ /

স্বেচ্ছাশ্রমে চলছে সড়ক নির্মাণ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে দেড় কিলোমিটার জরাজীর্ণ পাকা সড়ক সংস্কার করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দিনভর সেনাবাহিনী সদস্য, কলেজ শিক্ষার্থী, স্কাউট টিম, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন পরিবহনের শ্রমিকদের অংশগ্রহণে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বাইপাস ষ্ট্যান্ড থেকে গোয়াইনঘাট সরকারি কলেজ গেইট পর্যন্ত দেড় কিলোমিটার জরাজীর্ণ পাকা সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়।

এ সময় উপস্থিত থেকে তাদের কার্যক্রমে সহায়তা করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সেনাবাহিনীর ক্যাপটেন আশরাফ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম,

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী অহিদ মিয়া, ইমা ও লেগুনা সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, ট্রাক শ্রমিক সংগঠনের সাবেক সহ-সভাপতি শরিফ উদ্দিন,

অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রিয়াজ উদ্দিন প্রমুখ। জানা যায়, গোয়াইনঘাট উপজেলা সদর থেকে সিলেটে যাতায়াতের জন্য অন্যতম হচ্ছে গোয়াইনঘাট সালুটিকর সড়ক। এই সড়ক ধরে প্রতিদিন গোয়াইনঘাট সরকারি কলেজের পাঁচ হাজার শিক্ষার্থীসহ উপজেলার প্রায় লাখো মানুষ যাতায়ত করে থাকেন।

কিন্তু গত দুই বছর থেকে উপুর্যুপরি বন্যাসহ সম্প্রতি সময়ের ভয়াল বন্যায় সালুটিকর-গোয়াইনঘাট ২৪কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ১৫ কিলোমিটার সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গোয়াইনঘাট সরকারি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ কমাতে গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে স্থানীয়দের উদ্যোগী করেন।

সে মোতাবেক মঙ্গলবার সকাল থেকে বাইপাস ষ্ট্যান্ড থেকে গোয়াইনঘাট সরকারি কলেজ গেইট পর্যন্ত জরাজীর্ণ পাকা সড়কটি সংস্কারকাজ নেমে পড়েন গোয়াইনঘাট সরকারি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী, স্কাউট টিম, সেনা সদস্য, পিরিজপুর গ্রামবাসী,

পশ্চিম গোয়াইনঘাট ট্রাক শ্রমিক সংগঠন, ইমা-লেগুনা হিউম্যান হোলার সংগঠন ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সংগঠনের সদস্যরা। এ বিষয়ে গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন, স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয়দের উদ্যোগী করতে হবে।

জনপ্রতিনিধি, প্রশাসন ও বিভিন্ন পরিবহন সংগঠনসহ এলাকাবাসীদের সক্রিয় অংশগ্রহণে গোয়াইনঘাট সরকারি কলেজ থেকে বাইপাস ষ্ট্যান্ড পর্যন্ত সড়ক সংস্কার সম্ভব হয়েছে। সড়ক সংস্কারের উদ্যোক্তা ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন,

এলাকার জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, পরিবহন শ্রমিক সংগঠন সহ সকলের আন্তরিক সহযোগিতায় এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। আমরা সংস্কার কাজে অংশগ্রহণকারী সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই। গোয়াইনঘাটের অন্যান্য ইউনিয়ন বাসী চাইলে

তাদের স্থানীয় সমস্যাগুলো এভাবে সকলের অংশগ্রহণে সমাধান করতে পারেন। এমন উদ্যোগ কেউ গ্রহণ করলে আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করবো। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, আকষ্মিক বন্যায় গোয়াইনঘাটের অন্যান্য স্থাপনার সাথে রাস্তাঘাটেরর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সকল স্থাপনা মেরামতে প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে কাজ করছেন মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি মহোদয়।

গোয়াইনঘাট সদর ইউনিয়নের বাইপাস মোড় থেকে কলেজ পর্যন্ত ১.৫ কিলোমিটার রাস্তা প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। সেনাবাহিনীর অংশ গ্রহণে এবং স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিক সংঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এ রাস্তা চলাচল উপযোগী মেরামত করা করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার অনেক রাস্তা স্থানীয় গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করা হয়েছে।

আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ রাস্তাটি কলেজ পর্যন্ত বড় বড় গর্তগুলোতে আপাতত বালু এবং কংক্রিট দিয়ে উপরে ইটের সলিং করা হচ্ছে। গোয়াইনঘাট-সালুটিকর পর্যন্ত রাস্তাটি মেরামত করার কাজ মাননীয় মন্ত্রীর সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

এ জাতীয় আরো খবর

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

 দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

 আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান