টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড় ঢলের পানিতে সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ও বানভাসি মানুষকে ত্রান বিতরণ করেন পুলিশের আইজি বেনজির আহমেদ।
তিনি সকাল ১১টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট স্কুল মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। পরে মাঠে বন্যায় আক্রান্তদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন। এসময় পুলিশের সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন, এসপি মো. মিজানুর রহমান(পদন্নোতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি),এএসপি তাহিরপুর সার্কেল মোঃ শাহিদুর রহমান,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদার,বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন,বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া,সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এর পর পরেই তিনি স্প্রিটবোড যোগে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা থানা প্রাঙ্গণে খাবার বিতরণ করেন।
উল্লেখ্য,সুনামগঞ্জ থেকে বন্যার পানি নেমেছিল গত মাসের শেষের দিকে। কিন্তু টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ পর আবার বন্যা দেখা দেয় জেলাটিতে। বর্তমানে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয় আরও অনেক এলাকা। আগে থেকে প্লাবিত হওয়ায় এলাকায় পানি বাড়ে।