বন্যার পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে,মারা গেছেন করিমউল্লাহ মার্কেটের ওয়েস্টার্ন মোবাইলের (মোবাইল টেকনিশিয়ান )মনির হোসেন। আজ রোববার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে জালালাবাদ থানার রাগিব রাবেয়া মেডিকেলের পাশে নওগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এ তথ্য।
গত কয়েক দিনের বন্যায় তার ঘরে পানি ঢুকে। বন্যার পানি নামার পর নিজ বাসা পরিস্কার করতে গিয়ে তিনি বিদ্যুতায়ত হন। সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সিলেট সিটি করপোরেশনের ৭,৮, ৯ ননং ওয়ার্ডের কাউন্সিলর রেবেকা বেগম রেনু বিষয়টি নিশ্চিত করেছেন।