বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইংরেজী, ১১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

বঙ্গবন্ধু প্রথম সার্বভৌম বাঙালি : কবি কামাল চৌধুরী

সিলেটসান ডেস্ক::

২০২২-০৬-০৩ ০০:০৭:৫১ /

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সাবেক প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী বলেছেন, ৭ মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসে প্রথম সার্বভৌম বাঙালি হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তখন তিনি জাতিকে যে আহবান নির্দেশনা দিয়েছেন জাতি তা অনুসরণ করেছে।পৃথিবীর ইতিহাসে এ রকম আর নেই। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্তের "বহুমাত্রিক দার্শনিক বঙ্গবন্ধু " ও মুক্তিযুদ্ধ গবেষক আমিরুল হক বাবলুর "বর্হিবিশ্বে শহীদ মিনার" গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলানমূলক সাহিত্য বিভাগের পরিচালক ও কবি শামীম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের পরিচালক কবি জাকির জাফরান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, সাংবাদিক ও সংগঠক মুক্তাদীর আহমদ মুক্তা, লেখক ও গবেষক সুমনকুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী ও "বর্হিবিশ্বে শহীদ মিনার" গ্রন্থের লেখক আমিরুল হক বাবলু।

এ জাতীয় আরো খবর

পহেলা বৈশাখ বরণে ব্যাপক প্রস্তুতি রংপেন্সিল একাডেমির

পহেলা বৈশাখ বরণে ব্যাপক প্রস্তুতি রংপেন্সিল একাডেমির

চলে গেলেন কবি আসাদ চৌধুরী

চলে গেলেন কবি আসাদ চৌধুরী

শ্যামল সিলেট সাহিত্য পরিষদের  ইফতার মাহফিল সম্পন্ন

শ্যামল সিলেট সাহিত্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

 ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীর ‘আমার ব্র্যাক জীবন’ গ্রন্থের অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত

ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীর ‘আমার ব্র্যাক জীবন’ গ্রন্থের অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদান: ১৫ জন পেলেন শিল্পকলা একাডেমী পুরষ্কার

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে অবদান: ১৫ জন পেলেন শিল্পকলা একাডেমী পুরষ্কার

সিলেটে চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনী দেখে অভিভূত দর্শক

সিলেটে চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনী দেখে অভিভূত দর্শক