শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে, পানি কমলে পুর্নবাসন: মন্ত্রী ইমরান আহমদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি::

২০২২-০৫-২১ ০৪:৪৯:৫১ /

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: বন্যাদূর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, আমি বিদেশে সরকারি সফরে থাকা অবস্থায় এলাকার খোঁজ খবর নিয়েছি।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। ধন্যবাদ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে আমি বিদেশে থেকে যোগাযোগ করার আগেই দূর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলে।

এখন পানি কমে গেলেই বন্যাদুর্গতদের পুর্নবাসনের ব্যবস্থা করা হবে। শনিবার (২১মে) সকাল ১০ টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সিএনজি স্টেশন পয়েন্টে ৬ টি ইউনিয়নের বন্যাদুর্গত দুইশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদিন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা নুরুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর এপিএস রাশেদুজ্জামান,

 

গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,

 

গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকান্ত চক্রবর্তী, কোম্পানীগঞ্জ আওয়ামিলীগের সভাপতি আলী আমজদ,

 

সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস ও ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শের তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তামান্না নাজমুল হেনা,

 

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সদস্য জুয়েল আহমদ,পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান,

 

দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, ইছাকলস ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, পশ্চিম ইসলামপুর ইউপি আ'লীগ সেক্রেটারি মোশাহিদ আলী, ইউপি সদস্য আজিম উদ্দিন, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, লিটন আহমদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক কবির আহমদ, সদস্য কবির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরো খবর

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর রহস্যজনক মৃত্যু

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে  নিহত ২

কোম্পানীগঞ্জে বাস সিএনজি সংঘর্ষে নিহত ২

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে ইমজা শোক

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

পরলোকে সাংবাদিক দেবাশীষ দেবুর মা

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না