
২০২২-০৫-১৬ ২৩:২০:২৮ / Print
কোম্পানীগঞ্জে গোল বিতর্কে স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের একটি ম্যাচ।
তেলিখাল বনাম পূর্ব ইসলামপুর ইউপি ফুটবল দলের খেলায় এ বিতর্কের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার ম্যাচটির ভাগ্য নির্ধারণ হতে পারে। বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমেদ জানান, ভোলাগঞ্জ উদয়ন সংঘ মাঠে তেলিখাল বনাম পূর্ব ইসলামপুর ইউপি দলের ম্যাচটি বিকেল ৪টায় শুরু হয়।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় তেলিখাল। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে গন্ডগোল বাধে। ১-১ গোলে পূর্ব ইসলামপুর খেলায় সমতা আনলেও আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি তুলে তেলিখাল।
তবে, এরপর আর খেলা শুরু করা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, মঙ্গলবার অসমাপ্ত ম্যাচটির ভাগ্য নির্ধারণ হবে।
গোল নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে, এক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। নির্ধারিত সময়ের পরও গোল সংখ্যা সমান হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে। এদিকে, সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় দিনের প্রথম খেলায় দক্ষিণ রনিখাই ও ইছাকলস ইউপি দল মুখোমুখি হয়।
নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ৪-২ গোলে ম্যাচটি জিতে যায় ইছাকলস।
পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম,
ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক আকবর রেদওয়ান মনা।