
২০২২-০৫-১২ ২১:৫৩:১৮ / Print
‘সংস্কৃতির শক্তি মানবতার মুক্তি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্বনৃত্য দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরীর পূর্ব শাহী ঈদগাহ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ (১২ মে) বিকাল ৫টায় আয়োজন করা হয় নৃত্য উৎসবের।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংগঠন সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ; সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী ও
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। এতে শুভে”ছা বক্তব্য রাখেন একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস-এর সাধারণ সম্পাদক শান্তনা দেবী। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন নৃত্যালয় সিলেটের পরিচালক শিনিয়া সাহা ঝুমা,
নৃত্যকণা ফেঞ্চুগঞ্জের পরিচালক মো. জসিম উদ্দীন; ললিত-মঞ্জরী সিলেটের পরিচালক প্রতিভা রায় কেয়া; নৃত্যাঞ্জলি সিলেটের পরিচালক রবিউল আউয়াল রবি
ও নৃত্যরথ সিলেটের প্রশিক্ষক পপি দাস। মঙ্গল প্রদীপ প্রাজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনের পর উৎসবের দ্বিতীয় পর্বে আবৃত্তিশিল্পী পদ্মশ্রী দে-র উপ¯’াপনায় দলীয় নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিশু ও সাধারণ বিভাগ;
একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আটর্স; নৃত্যকণা, ফেঞ্চুগঞ্জ, নৃত্যাঞ্জলি, ললিত-মঞ্জরী ও নৃত্যরথ সিলেটের শিল্পীবৃন্দ। পিনপতন নিরবতা ও মুহুর্মহু করতালির মাধ্যমে আগত হলভর্তি দর্শক অভিনন্দিত করেন শিল্পীদের।
সিলেটসানডটকম-সিসিটি