শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

কুলাউড়ায় সিঁদ কেটে শিশু চুরি, মা পুলিশ হেফাজতে

কুলাউড়া প্রতিনিধি ::

২০২২-০৫-১১ ১৩:৫৯:০৩ /

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাতে ঘরের সিঁদ কেটে ৩ বছরের একটি শিশুকে চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ মে) রাত আড়াইটার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মা লিজা আক্তারকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

 

পুলিশ বলছে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করছি, দ্রুতই শিশুটিকে উদ্ধার করা যাবে। এলাকাবাসী ও ইউপি সদস্য জানান, রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আকবর মিয়ার মেয়ে লিজা আক্তারের বিয়ে হয় একই উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার সাথে।

 

মর্তুজ মিয়া দুবাই চলে গেলে তার স্ত্রী লিজা আক্তার কৌলায় বাবার বাড়িতে দুই বছর ধরে ছোট ছেলে মাহিনকে (৩) বসবাস করছেন। মঙ্গলবার রাতে ওই বাড়ির বসতঘরে সিঁদকেটে শিশু মাহিনকে তুলে নিয়ে যাওয়া হয়।

 

এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচিও করেন।পরে ঘরের বাহিরে একজনের পায়ের একটি জুুতো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে-লোকজনের হাতে ধরা পড়ার ভয়ে চোর জুতো ফেলে পালিয়েছে। স্থানীয় ইউপি সদস্য ঈসমাইল হোসেন জানান, এ বিষয়ে রাতেই থানায় অভিযোগ করা হয়েছে, পুলিশ বিভিন্নভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

 

শিশুটির মা লিজা বেগম বলেন, তিনি তার ছেলেকে নিয়ে ঘুমে ছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন ছেলে নেই। পরে দরজা খোলা এবং ঘরের এক পাশে সিঁদ কাটা দেখতে পান।

 

সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার দেন। তখন লোকজন দ্রুত ঘর থেকে বের হয়। কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

শিশুটিকে উদ্ধার করতে বিভিন্নভাবে চেষ্ঠা চালানো হচ্ছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, শিশুটিকে উদ্ধারে পুরো টিম কাজ করছে। এরই মধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করছি, দ্রুতই শিশুটিকে উদ্ধার করা যাবে। সিলেটসান_বিএসএফ

এ জাতীয় আরো খবর

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ