বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

কোনো প্রতিকূলতা ছাড়াই ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট::

২০২২-০৫-০৩ ০১:৪৯:২৯ /

ছবি মো. সোহেল আহমদ।
ঈদের দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও সকালে কোনো প্রতিকূলতা ছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত শুরু হয় সকাল সাড়ে ৮টায়। এতে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বক্ত। নামাজের আগে আগত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে মোমেন। শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে ম ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা জমায়েত হতে থাকেন। মহামারি করোনাভাইরাসের জন্য দুই বছর পর নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। ফলে ঈদের জামাতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। ঈদগাহের মূল মাঠ ছাড়িয়ে আশ-পাশের রাস্তাগুলোতেও হাজারো মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঈদের জামাত আদায় করেন। ঈদের নামাজ শেষে বরুণার পীর দেশ-জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করেন। এসময় সদ্য প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফেরাত কামনা করা হয়। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত শুরু হলেও ভোর থেকেই শাহী ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন দুরদুরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান এই জামাত। এসময় ভেদাভেদ ভুলে রাজনৈতিক, সামাজিক মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে শামিল হন। পরনে নতুন পাঞ্জাবি, হাতে জায়নামাজ ও মাথায় নতুন টুপি পরে পরিবারের বড়দের সঙ্গে ঈদগাহ ময়দানে ছোট ছোট শিশুরাও উপস্থিত হয়। এদিকে নগরীতে এবার পবিত্র ঈদুল ফিতরের মোট ৪৪৪টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিভিন্ন মসজিদে ৩৫৩টি ও ঈদগাহে ৯১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে বয়ান পেশ করেন দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী। নামাজে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ। করোনাকালে দুই বছর এখানেই নগরীর প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছিল। নগরীর হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে নগরীর বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স জামে মসজিদ, টিলাগড় মাদানী ঈদগাহ, জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদ, সিলেট রেজিস্টারি মাটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেট জজ কোর্ট জামে মসজিদ, নগরীর রিকাবীবাজারের মধুশহীদ জামে মসজিদ, তেলিহাওর জামে মসজিদ ও মদিনা মার্কেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও দক্ষিণ সুরমার ঐতিহাসিক সিলাম শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টা ও ৯টায় দুইটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর প্রায় সকল বড় বড় মসজিদে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে ছয়টা থেকে নগরীতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় বলে জানান মহানগর পুলিশের মুখপাত্র আতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

এ জাতীয় আরো খবর

রমজানের আমল পুরো বছর অব্যাহত রাখতে যা করবেন

রমজানের আমল পুরো বছর অব্যাহত রাখতে যা করবেন

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

চাঁদ দেখা যায়নি; বৃহস্পতিবার ঈদ

চাঁদ দেখা যায়নি; বৃহস্পতিবার ঈদ

মিলেনি চাঁদের দেখা, সৌদিতে ঈদ বুধবার

মিলেনি চাঁদের দেখা, সৌদিতে ঈদ বুধবার

সিলেটে ঈদের জামাত যখন যেখানে

সিলেটে ঈদের জামাত যখন যেখানে