শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৭ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

১ম মেয়র কাপ আন্ত: মণিপুরী কাং টূর্নামেন্ট শুরু

সিলেট সান ডেস্ক:

২০২২-০৪-২৯ ১২:৫৬:৩৫ /

ৎে১ম মেয়র কাপ আন্ত: মণিপুরী কাং টূর্ণামেন্ট ২০২২ শুরু হয়েছে। ২৯ এপ্রিল সিলেট নগরীর লামাবাজারস্থ মন্ডপে লামাবাজার শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জীউর আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত টূর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশিষ্ট ব্যাংকার ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এল. প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী ও সিলেট মণিপুরী কাং এসোসিয়েশনের সভাপতি য়ুম্নাম নৃপেন্দ্র সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, একটি সাংস্কৃতিমনস্ক জাতি হিসেবে মণিপুরীরা এ দেশের আর্থ-সামাজিক, ক্রীড়া, সংস্কৃতি উন্নয়নে অবদান রেখে চলছে। মণিপুরীদের কৃষ্টি, ঐতিহ্য রক্ষার্থে তাদের যেকোন কার্যক্রমে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছি।
বিশেষ অতিথি শাহ দিদার আলম চৌধুরী বলেন, খেলাধুলা একটি সার্বজনিন ইভেন্ট। মণিপুরীদের ঐতিহ্যবাহী কাং খেলা সর্বস্তরে পৌঁছে দিতে পারলে এটি আর হারিয়ে যাবার ভয় থাকবে না।
সিলেট মণিপুরী কাং এসোসিয়েশনের কার্যকরী সদস্য সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ মণিপুরী পাড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি এম. সুরজিৎ সিংহ সুর, নাট্যজন এম. উত্তম সিংহ রতন, দৈনিক সিলেটের দিনকালের বার্তা সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, মণিপুরী যুব কল্যাণ সংস্থার সভাপতি ফ. নরেন সিংহ ও আমসফা’র সেক্রেটারি সজল সিনহাসহ পরিচালনা কমিটি নেতৃবৃন্দ  ।
উদ্বোধনি খেলায় নয়াবাজার নহারোল কাংখুৎ ১৭-০৭ পয়েন্টে কৃষ্ণ বলরাম কাংখুৎ লামাবাজার টিমকে পরাজিত করে। দিনের অপর খেলায় ইপুধৌ কাংখুৎ আম্বরখানা ৯-৪ পয়েন্টে নোংমাইথেম কাংখুৎকে হারায়।
লামাবাজার মণিপুরী পাড়ার আয়োজনে সিলেট মণিপুরী কাং এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এবং সিলেট সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায়  টুর্ণামেন্টে ভারতের মণিপুর ও আসাম রাজ্যের টিমসহ মোট ২১ টি দল এতে অংশগ্রহন করছে।

 

এ জাতীয় আরো খবর

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

ভারতের সঙ্গে সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

হৃদয় ও শামীমের ব্যাটে ভর করে বাংলাদেশের জয়

 তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

তামিম আউট, শান্ত-লিটন এগুচ্ছেন

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি