বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১১ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট সান ডেস্ক::

২০২২-০১-২৯ ১৪:২৫:৫০ /

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা-২০২১ (২৯ জানুয়ারি) শনিবার বিকেলে ইসলামপুর, মেজরটিলাস্থ সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার শুরুতে বিগত ২০২০ সালের দ্বি-বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২১ সালের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান। বিগত সনের অডিট রিপোর্ট, ও জুলাই ২০২১ থেকে জুন ২০২২ এর প্রস্তাবিত বাজেট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ মাহবুব সোবহানী চৌধুরী। আলোচনায় অংশ নেন সমিতির সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, সমিতির জীবন সদস্য ডা. মো. আবুল হাশেম চৌধুরী, ড. ইকবাল আহমদ সিদ্দিকী, আলহাজ্ব মো. মোস্তফা কামাল, অধ্যক্ষ রোটারিয়ান সাব্বির আহমদ, ফয়েজ হাসান ফেরদৌস, আলহাজ্ব আতাউর রহমান, প্রকৌশলী মো. আলমগীর হোসেন প্রমুখ। সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল গনি, মো. সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল হোসেন, সদস্য অধ্যাপক ডা. এম এ সালাম, তেহসিন চৌধুরী, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সৈয়দ আবু সাদেক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আলীমুছ ছাদাত চৌধুরী, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ। বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, চক্ষু হাসপাতালে জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত সর্বমোট আউটডোরে রোগী দেখা হয় ৩২,২১৪ জন। এর মধ্যে ফ্রি ছানি অপারেশন ও অন্যান্য অপারেশন করা হয় সর্বমোট ৯৪ জন রোগীকে। করোনাকালীন সময়ে হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রেক্ষিতে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি ঢাকা কর্তৃক সমিতির পক্ষে সাধারণ সম্পাদককে জ্ঞানতাপষ ড. মুহাম্মদ শহিদুল্লাহ স্বর্নপদক প্রদান করা হয়। সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান এ পদক প্রাপ্তিতে সমিতির সভাপতি, সকল সদস্যবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে উৎসর্গ করে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগীতা কামনা করেন। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার মো. আরশ আলী জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমিতির সকল কার্যক্রমে সহযোগীতার আহবান জানান। সাধারণ সভায় সমিতির প্রয়াত সদস্যবৃন্দের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্যবৃন্দের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য তেহসীন চৌধুরী। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. আতিকুর রহমান। সিলেটসানডটকম _এমআরএম

এ জাতীয় আরো খবর

 আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

 বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে সিলেটে ভাষার মাস বরণ

বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে সিলেটে ভাষার মাস বরণ

শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ

স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক দিন আজ

স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক দিন আজ

 আজ ১৫ ডিসেম্বর ‘সিলেট মুক্ত দিবস’

আজ ১৫ ডিসেম্বর ‘সিলেট মুক্ত দিবস’

শেখ রাসেল: জানার আছে অনেক কিছু

শেখ রাসেল: জানার আছে অনেক কিছু