বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ইংরেজী, ২৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শাবির ঘটনা বিভাগীয় তদন্ত করা হচ্ছে: পুলিশ সদর দপ্তর

সিলেট সান ডেস্ক::

২০২২-০১-২৬ ১২:৫৮:৩৭ /

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হয়রানি বা হামলার অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. হায়দার আলী খান। তিনি বলেন, বিষয়টি পুলিশ সদর দপ্তর দেখছে। বিভাগীয় তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে চতুর্থ দিনের অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মো. হায়দার আলী খান এসব কথা বলেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়। শাবিপ্রবিতে শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটি স্মারকগ্রন্থে লেখার সম্মানী হিসেবে পাওয়া ১০ হাজার টাকা তিনি ছাত্রদের আন্দোলনের ফান্ডে দিচ্ছেন। পারলে পুলিশ তাকে গ্রেপ্তার করুক। সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, এটি তদন্তের বিষয়। তদন্তে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র কিছু নিয়মকানুন আছে। পুলিশ শুধু ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট, আইনশৃঙ্খলার বিষয়টি দেখে। পুলিশ সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হয় প্রশাসনের আমন্ত্রণে। 'ডোপ টেস্টে' পুলিশের ৩৭ সদস্য চাকরি খুইয়েছেন জানিয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি হায়দার আলী খান বলেন, 'বছরখানেক আগে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট শুরু হয়। এই টেস্টে মাদক সেবনের প্রমাণ মিললে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।' ডিআইজি বলেন, বাংলাদেশে প্রথম পুলিশ বাহিনীতে 'ডোপ টেস্ট' কার্যক্রম শুরু হয়েছে। এখন চাকরির শুরুতে ডোপ টেস্ট করা হয়। পরেও এই টেস্ট অব্যাহত থাকে। তিনি জানান, অনলাইন জিডি আরও সহজতর ও বিস্তৃত করতে চায় পুলিশ। জনগণের আইনি সহায়তা আরও সুগম করার লক্ষ্যে সার্কেল অফিসের কার্যক্রম বেগবান ও পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। ২০৪১ সালের উপযোগী করে হাইওয়ে পুলিশকে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। অধিবেশন শেষে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডিআইজি (অপারেশন্স ও মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী খান বলেন, জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের আধুনিকায়ন প্রয়োজন। পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় স্থাপন, সাইবার অপরাধ দমনে স্বতন্ত্র সাইবার ইউনিট প্রতিষ্ঠা, দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত পুলিশ সদস্যদের চিকিৎসার সুবিধার্থে আলাদা মেডিকেল সার্ভিস গঠন বিষয়ে আলোচনা হয়েছে অধিবেশনে। সিলেটসানডটকম /এমকেইউ

এ জাতীয় আরো খবর

তাপমাত্রা বাড়লেই বেড়ে যায় লোডশেডিং

তাপমাত্রা বাড়লেই বেড়ে যায় লোডশেডিং

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জিম্মি বাংলাদেশি জাহাজে সশস্ত্র আরও জলদস্যু, পরিস্থিতি উদ্বেগজনক

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

জলদস্যুদের কবলে জিম্মি নাবিকদের উদ্ধারে বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

২১ গুণীজনের হাতে ‘একুশে পদক-২০২৪’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর