বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ইংরেজী, ২৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শাবি ভিসির পদত্যাগের দাবি মেনে নেওয়ার আহ্বান সিলেটের বিভিন্ন নেতাদের

সিলেট সান ডেস্ক::

২০২২-০১-২৪ ১০:৩০:০৭ /

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত উপাচার্যের অপসারণের পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন সিলেটের নাগরিকবৃন্দ। সোমবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সিলেটের নাগরিকবৃন্দের’ ব্যানারে আয়োজিত সংহতি সমাবেশে এ দাবি জানানো হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। সংহতি সমাবেশে শাবির শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করে এলেও সরকার সংকট সমাধানের জন্য কার্যকর কোনো ভূমিকা পালন করেনি। আজ উপাচার্যের অপসারণ আন্দোলনে সারাদেশের মানুষ সংহতি জানাচ্ছে, সমর্থন করছে। কিন্তু উপাচার্য নির্লজ্জভাবে পদ আঁকড়ে ধরে আছেন। শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন বানচাল করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্যও তারা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায় সরকার ও রাষ্ট্রকে নিতে হবে বলে হুঁশিয়ারিও দেন তারা। বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সাম্যবাদী হলের জেলা সম্পাদক ধীরেন সিংহ, সিপিবির জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি সিরাজ আহমেদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, উদীচী সভাপতি এনায়েত হাসান মানিক, রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী রাজু, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী, অ্যাডভোকেট রনেন সরকার রনি, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, জাতীয় যুব ঐক্য জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন, চারণ সংগঠক রুবাইয়াত আহমদ, ছাত্র ইউনিয়ন সভাপতি দীপংকর সরকার, ছাত্রফ্রন্ট সভাপতি সঞ্জয় শর্মা, ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ। সিলেটসানডটকম/পিআর/এমকেইউ

এ জাতীয় আরো খবর

উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ  হলেন ডা  শাহানা ফেরদৌস

উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন ডা শাহানা ফেরদৌস

সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ

সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

 বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা