বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ইংরেজী, ২৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

সিলেটে 'শতবর্ষে বঙ্গবন্ধু' গ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেট সান ডেস্ক::

২০২২-০১-২২ ১৩:১৭:১৮ /

সিলেটে শতবর্ষে বঙ্গবন্ধু' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত 'শতবর্ষে বঙ্গবন্ধু' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচন শেষে আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা, সংবর্ধিত অতিথিদের জীবন বৃত্তান্ত পাঠ, আবৃত্তি, শতকন্ঠে কবিতা পাঠ ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করেন নবীগঞ্জ বাহুবলের এমপি আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। গ্রন্থটিতে বঙ্গবন্ধুকে নিয়ে ১৭১ জন লেখকের লেখা স্থান পেয়েছে। ১৪৪ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার সপ্তডিঙা প্রকাশনা। বিশিষ্ট শিশুসাহিত্যিক ও কবি, ফেলো, বাংলা একাডেমি প্রধান উপদেষ্টা, বঙ্গবন্ধু লেখক পরিষদ সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখার আহবায়ক নাজনীন আকতার কণা সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম লিটন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ বিশিষ্ট শিশুসাহিত্যিক, ফেলো, বাংলা একাডেমি সভাপতি রহীম শাহ, বঙ্গবন্ধু লেখক পরিষদ সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি বাপ্পী রহমান, যুগ্ম সম্পাদক বিশিষ্ট কবি, আব্দুল গণি মিয়া, সংস্কৃতিজন নুশরাত জাহান,

খুরশীদ জাহান, জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলা শাখা সভাপতি এ কে শেরাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এনায়েত হাসান মানিক, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি পুলিন রায়, বঙ্গবন্ধু লেখক পরিষদ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পৃথ্বীশ চক্রবর্তী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ নয়ামৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান, কবি কোকিল দাশ,

জ্যোতির্ময় দাশ যীশু, গীতিকবি উত্তম কুমার চৌধুরী, বিনতা দেবী, প্রতিমা রানী বণিক কবি, নুরুন নাহার বেবী, বাদল কৃষ্ণ বণিক, মো. গোলাম কিবরিয়া, কবি ও সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া, শাহ মো. আলমগীর, ছড়া সাহিত্যিক মানিক চক্রবর্তী, আলাউদ্দিন সরকার কবি, দিলওয়ার হুসেইন, প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, ইসমত আরা খান মুক্তা, জয়নাল আবেদীন বেগ, জয়ন্ত লাল আচার্য্য।

এছাড়াও বক্তব্য রাখেন তারেশ কান্তি তালুকদার, শ্যমল সোম, এড. মো. আব্দুল মালিক, অমিতা বর্ধন, হাবিবুর রহমান হাবিব, হুসাইন আহমদ, দিলীপ রায়, বিমল কর, ধ্রæব গৌতম, রতনমনি দাশ, এড. জাহিদুল ইসলাম চৌধুরী রফি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখার সদস্য রোকসানা বেগম। সিলেটসানডটকম/পিআর/এমকেইউ

এ জাতীয় আরো খবর

উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ  হলেন ডা  শাহানা ফেরদৌস

উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন ডা শাহানা ফেরদৌস

সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ

সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ডা. খলিলুর রহমানের গণসংযোগ

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

 বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা