শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৭ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

শান্তিগঞ্জে গরুসহ ৪ চোর আটক

শান্তিগঞ্জ প্রতিনিধি ::

২০২২-০১-১৫ ০৭:২৬:২৫ /


সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় গরু চুরির অপরাধে ৪ অভিযুক্তকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

শনিবার(১৫ জানুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধর সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেন।


আটককৃতরা হলে শান্তিগঞ্জ থানা এলাকার আমরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে মুস্তাকিন মিয়া প্রকাশ মুস্তাকিম(২০), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সিএনজি চালক ছাদিকুর রহমান(১৯), বুড়ুমপুর গ্রামের হাজী মাসুদ মিয়া প্রকাশ মসুক মিয়ার ছেলে সালমান হোসেন(২৩) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে আব্দুল মোতালিব(২১)।


শনিবার (১৫ জানুয়ারী) আমরিয়া গ্রামের কৃষক কাচা মিয়ার ছেলে নুর উদ্দিন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদেরকে শনিবার(১৫ জানুয়ারী) আদালতে চালান দিয়েছে শান্তিগঞ্জ থানা পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ বলে নিশ্চিত করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধর।


মামলা তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধর জানান, গত বৃহস্পতিবার(১৩ জানুয়ারী) দুপুর আমরিয়া গ্রামের নুর উদ্দিন তাঁর একটি ষাড় গরু গ্রামের পশ্চিমের মাঠে বেঁধে রাখেন। দুপুরে অভিযুক্তরা গরুটি চুরি করে সিএনজি গাড়ী যোগে বিশ্বম্ভরপুর থানা এলাকার বাঘবেড় গরু বাজারে এলাকায় নিয়া যায়। তাৎক্ষণিক খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ বিশ^ম্ভরপুর থানা পুলিশের সহায়তায় অভিযুক্তদের আটক করি।


শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, অভিযুক্তরা এলাকার বিভিন্ন এলাকায় সিএনজি গাড়ী যোগে গরু, ছাগল চুরি করে। পুলিশ চোরাই যাওয়া গরু সহ তাদেরকে আটক করেছে। এঘটনায় চুরির অপরাধে মামলা দায়ের করা হয়েছে।  

 


সিলেট সান/এসএ

 

এ জাতীয় আরো খবর

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান