শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

ছাতকে কলেজ ছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ষ্টাফ রিপোটার, সুনামগঞ্জ ::

২০২২-০১-১০ ০৬:৩০:৩০ /



সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল-আমিন হত্যা মামলায় তিন সহপাঠীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনের পাশাপাশি তিন আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ছাতক উপজেলার ছনুয়া গ্রামের রফিক আলীর  ছেলে আক্কাছ মিয়া, চরগোবিন্দ গ্রামের আরজক আলীর ছেলে আজিজুল ইসলাম, লক্ষণসোম গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাইদুল হক। এদের মধ্যে আক্কাছ আলী ও আজিজুল  ইসলাম পলাতক রয়েছেন।

আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজজামান শিকদার এই আদেশ প্রদান করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন,পাবলিক প্রসিকিউটর এডভোকেট খায়রুল কবির রুমেন, এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী। আসামীপক্ষের আইনজীবী ছিলেন,এডভোকেট প্রসেন জিৎ দে ও   এডভোকেট  রমজান আলী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় জাউয়া বাজার কলেজ ক্যাম্পাসে আল-আমিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে সহপাঠী আক্কাছ, আজিজুল, সাইদুল প্রমুখের সাথে কথা-কাটাকাটি ও মারামারি হয়। এর জেরে ১৭ অক্টোবর দুপুরে বড়কাপন পয়েন্টে আল-আমিনকে একা পেয়ে ছুরা-চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যাকান্ডের ঘটনা ঘটায়  সহপাঠীরা।


এই ঘটনায় নিহতের পিতা আনফর আলী ওরফে কাচা মিয়া বাদী হয়ে আক্কাছ আলী, আজিজুল ইসলাম ও সাইদুল  হক কে  অভিযুক্ত করে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য-প্রামাণ শেষে ১০ জানুয়ারি সোমবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালতে বিচারক।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান