শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৭ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

প্রবাসী কল্যাণ মন্ত্রীর উদ্যোগে গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রয়োগ শুরু

জাকির হোসেন, গোয়াইনঘাট::

২০২১-১১-২৬ ০৭:৫২:৩৮ /


করোনাভাইরাস প্রতিরোধে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে টিকাদান র্কাযক্রম শুরু করেছে সরকার। যার ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচী চালু হয়েছে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র কল্যাণে গত বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা হলরুমে শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান। উদ্বোধনের প্রথম দিনে উপজেলার ১হাজার ২শ ৪জন এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হয়।


জানা যায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। আর ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ উপযোগী করে গড়ে তোলার জন্য যে ডায়লুয়েন্ট লাগে সেটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখতে হয়। পাশাপাশি আরেকটি জরুরি বিষয় হলো শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা আছে এমন কেন্দ্র নির্ধারণ করা। কিন্তু গোয়াইনঘাটে এমন কোন ব্যবস্থাপনা না থাকায় শিক্ষার্থীরা ভ্যাকসিন সুবিধা পাচ্ছিলনা।


বিষয়টি নজরে এলে গোয়াইনঘাটের শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসতে একটি কক্ষকে ভ্যাকসিন প্রয়োগের উপযোগী করে তুলতে উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সে মোতাবেক প্রয়োজনীয় অনুষঙ্গ হিসেবে গোয়াইনঘাট উপজেলা হলরুমের জন্য তিনি ১৪টি এসি উপহার দেন।

যা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সিলেট পল্লী বিদ্যুত সমিতি-২, স্থানীয় এলজিইডি, মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রেডক্রিসেন্টসহ সকলের সহযোগিতায় তিন দিনের প্রচেষ্টার পর গত বৃহস্পতিবার উপজেলা হলরুমে স্থাপনের মাধ্যমে কক্ষটিকে শীতাতাপ নিয়ন্ত্রিত ও ভ্যাকসিন প্রয়োগ উপযোগী করে গড়ে তোলা হয়েছে।


এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের গোয়াইনঘাটের ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। যাদের ভ্যাকসিন প্রয়োগে ইতিপূর্বে প্রয়োজনীয় কোন ব্যবস্থাপনা ছিলনা।

বিষয়টি নজরে আসার পর শিক্ষানুরাগী মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ওনার ব্যক্তিগত উদ্যোগে উপজেলা হলরুমের জন্য ১৪টি দুই টনের এসি উপহার দিয়েছেন। যার ফলে গোয়াইনঘাটের শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার পথটি সুগম হয়েছে। এ এক অনন্য প্রাপ্তি হিসেবে উল্লেখ করে গোয়াইনঘাটবাসীর পক্ষ থেকে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ’র প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।


সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

 দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

 আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান