বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

জালনোট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি বিনষ্ট করছে : মো. খুরশীদ আলম

সিলেট সান ডেস্ক::

২০২০-১২-০৯ ০৫:২২:৫৭ /

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম বলেছেন, জালনোট দেশের অর্থনীতির ওপর মারাত্মক বিরূপ প্রভাব সৃষ্টি করছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেজ ক্ষুন্ন করছে। তিনি বলেন, ইউরোপের নামকরা দেশসমুহ হতে আন্তর্জাতিক মানের কাগজ, কালি ও সিকিউরিটি ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের তত্বাবধানে সিকিউরিটি প্রিন্টিং প্রেস হতে সর্বোচ্চ মানের কাগুজে নোট প্রচলন করা হয়। তারপরও জালনোট প্রচলনকারিদের অপতৎপরতা থেমে নেই। এসব প্রতিরোধে জালনোট চিহ্নিতকরণের কৌশল জানতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।


বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি (বিবিটিএ), ঢাকার ব্যবস্থাপনায় ও সিলেট অফিসের সহযোগিতায় "জাল ও বিকৃত নোট সনাক্তকরণ, নিষ্পত্তি" শীর্ষক দু'দিনব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম এ কথা বলেন।


বিবিটিএর মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান সর্দার এর সভাপতিত্বে ও যুগ্মপরিচালক মোঃ রুহুল আমীন চৌধুরীর পরিচালনায় বুধবার (৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ হলে এ কর্মমালা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল কালাম, মো. সিরাজুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক বাবুল মো. আলম, জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক লায়েস আহমদ সদরুল আলম ও অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান সাদেক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল হাছিব, আবু ওয়াফা মো. মুফতি, খালেদ আহমদ, শামীমা নার্গিস, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, আহমদ ফজলুল্লাহ, মোস্তফা আজাদ কামাল, এটিএম আব্দুল্লাহ, মো. আতিকুর রহমান, সঞ্জীবন মজুমদার, মো. সফিকুল ইসলাম, ডা. উম্মে কুলসুম, যুগ্ম পরিচালক মো. জাবেদ আহমদ, সমীরন দাস প্রমুখ।

কর্মশালায় আইনশৃঙ্খলা বাহিনীর ৫ জন, বাণিজ্যিক ব্যাংক সমুহের ২২ জন ও কেন্দ্রীয় ব্যাংকের ৩ জন মোট ৩০ জন করে দুদিনে ৬০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, বিবিটিএর মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান সর্দার, যুগ্ম পরিচালক ও কোর্স কো অর্ডিনেটর মো. রুহুল আমীন চৌধুরী, সিলেট অফিসের যুগ্ম ব্যবস্থাপক (কারেন্সি) হুমায়ুন আহমেদ খান চৌধুরী ও উপব্যবস্থাপক (ক্যাশ) মো. আব্দুল হাদী প্রশিক্ষণ প্রদান করবেন।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

বাড়ল সয়াবিন তেলের দাম

বাড়ল সয়াবিন তেলের দাম

বাজার নিয়ন্ত্রণে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ

বাজার নিয়ন্ত্রণে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ

উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা:  আমদানির খবরে ঠাকুরগাঁওয়ে কমছে আলুর দাম

উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা: আমদানির খবরে ঠাকুরগাঁওয়ে কমছে আলুর দাম

 আরো ১ লাখ ১৬ হাজার ২৪৯ জন বিদ্যুৎ গ্রাহক প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন

আরো ১ লাখ ১৬ হাজার ২৪৯ জন বিদ্যুৎ গ্রাহক প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন

গ্যাস সরবরাহে শিল্প, সার ও বিদ্যুত খাতকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সিলেটে  পেট্রোবাংলার চেয়ারম্যান

গ্যাস সরবরাহে শিল্প, সার ও বিদ্যুত খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সিলেটে পেট্রোবাংলার চেয়ারম্যান

সিলেটের জাহেদ ইকবাল দেশের সর্বোচ্চ করদাতা

সিলেটের জাহেদ ইকবাল দেশের সর্বোচ্চ করদাতা