বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইংরেজী, ১২ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

জুড়ীতে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ : চেয়ারম্যান পদে ২১ প্রার্থী

এমএম শামসুল ইসলাম, জুড়ী থেকে

২০২১-১০-২৭ ০৯:৫৯:৩৯ /



মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (২৭ অক্টোবর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও নানা শ্লোগানে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের সমর্থক নিয়ে জুড়ী উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তাদের প্রতীক বুঝে নেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ ও সাধারণ সদস্য পদে ২০২ জন প্রার্থী মনোনয় বাচাইয়ে নির্বাচিত হয়ে আজ তাদের প্রতীক বুঝে নেন। জায়ফরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তন্মধ্যে হাজী মাছুম রেজা (বর্তমান চেয়ারম্যান) (ঘোড়া), হাবিবুর রহমান (আনারস), জায়েদ আনোয়ার চৌধরী (নৌকা) ও সুহেল আহমদ (হাত পাখা)। পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

তন্মধ্যে শ্রীকান্ত দাশ (বর্তমান চেয়ারম্যান) (নৌকা), আনফর আলী (ঘোড়া), হাজী মামুনুর রশীদ (আনারস) ও হাজী হেলাল উদ্দিন (অটোরিক্সা)। পূর্ব জুড়ী ইউনিয়নে চেয়ারম্যানর পদে ৪ জন জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তন্মধ্যে সালেহ উদ্দিন আহমেদ (বর্তমান চেয়ারম্যান) (আনারস), রুহেল উদ্দিন (ঘোড়া), আব্দুল কাদির (নৌকা) ও মো. জাবের উদ্দিন (মোটরসাইকেল)। গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যানর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তন্মধ্যে শাহাব উদ্দিন লেমন (বর্তমান চেয়ারম্যান) (নৌকা), হাজী আব্দুল কাইয়ুম (ঘোড়া), মো. মোস্তাক খান (চশমা), সুহেল আহমদ (রজনী গন্ধা), ওয়াছির উদ্দিন আহমদ (আনারস) ও মো. সবুজ মিয়া (ঢোল)। সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

তন্মধ্যে এমদাদুল ইসলাম লিয়াকত (বর্তমান চেয়ারম্যান) (ঘোড়া), আব্দুল নুর মাস্টার (নৌকা) ও শাহীন আহমদ রুলন (আনারস)।

উল্লেখ্য, চেয়ারম্যান পদে ১জন প্রর্থী মনোনয়ন প্রত্যাহার করেন ও সাধারণ সদস্য পদে ২জন প্রর্থীর মনোনয়ন বাতিল করেন উপজেলা নির্বাচন কমিশনার। আগামী ১১ নভেম্বর সারাদেশের ন্যায় জুড়ী উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।


 

সিলেট সান/এসএ

 

 

এ জাতীয় আরো খবর

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ