শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইংরেজী, ৫ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

দিরাইয়ে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দিরাই সংবাদদাতা::

২০২১-১০-২৩ ০৯:০৭:২৮ /


সুনামগঞ্জে দিরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিরাই থানাপয়েন্টে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার সার্বিক পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।

সম্প্রীতি সভায় আলহাজ্ব মতিউর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশে নতুন নতুন রাস্তাঘাট, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় হচ্ছে। যাতে করে দেশের মানুষ সব ধরণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসি।

সবাই যাতে সমান সুযোগ-সুবিধা ও ন্যায় বিচার পায়, এ লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশে ত্রাসের রাজনীতি কায়েম করতে চায়। কিন্তু কোন অপশক্তি স্বাধীন দেশে তাদের ইচ্ছে পূরণের জন্য মানুষের মধ্যে যাতে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এ দেশের মানুষ শান্তি চায়।

তিনি আরও বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এই এলাকার সন্তান। কিন্তু তার রাজনৈতিক জ্ঞান-প্রজ্ঞা গোটা এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছিল। তিনি আজীবন বেঁচে থাকবেন তাঁর কর্মের মধ্যে।

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রীতি সভায় ভার্চুয়ালি যুক্ত হন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা।

এছাড়া বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলতাব উদ্দিন, সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান তালুকদার, এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ।

 


সিলেট সান/এসএ

 

 

এ জাতীয় আরো খবর

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে শালিস না মেনে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানির অভিযোগ

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

দিরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শান্তিগঞ্জে সব ওলটপালট

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

জগন্নাথপুরে কবরস্থান দখলের চেষ্টা: ব্যবস্থা নেওয়ার দাবি

 সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের পাঁচটি আসনে বিজয়ী যারা

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান

প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছেও শাহীনুর পাশা, বিজয়ী মন্ত্রী মান্নান