শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৬ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

জার্মানিতে পদক জিতল অমিতাভের ‘রিকশা গার্ল’

বিনোদন ডেস্ক

২০২১-১০-১৭ ১০:৪২:৫৬ /

রিকশা গার্ল  সিনেমার মূল চরিত্র নভেরা রহমান। এতে তার নাম নাঈমা। সিনেমায় আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র। জার্মানিতে ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসএলএম টপ অ্যাওয়ার্ড জিতেছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রিকশা গার্ল। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় এ পদক ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক উৎসবটি ১৯৯৬ সাল থেকে শিশু-কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। জার্মানির কেমনিটজে শহরে অনুষ্ঠিত উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র যায়।

চলচ্চিত্রগুলোকে বিভিন্ন প্রতিযোগিতামূলক শ্রেণিতে ভাগ করা হয়। ৭৭টি ফিচার ফিল্ম ও ১১৬টিরও বেশি শর্ট ফিল্ম বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে পেশাদার বিচারকম-লীর মাধ্যমে নির্বাচিত আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রিকশা গার্ল’ পুরস্কার পেয়েছে। এর আগে ২২ জুলাই থেকে ‍১ আগস্ট পর্যন্ত চলা দক্ষিণ আফ্রিকার ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় সিনেমাটি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এটি।

রিকশা গার্ল সিনেমার মূল চরিত্র নভেরা রহমান। এতে তার নাম নাঈমা। সিনেমায় আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। আয়নাবাজি নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় সিনেমা রিকশা গার্ল।

জার্মানিতে পদক জিতল অমিতাভের ‘রিকশা গার্ল’

বিনোদন ডেস্ক

রিকশা গার্ল  সিনেমার মূল চরিত্র নভেরা রহমান। এতে তার নাম নাঈমা। সিনেমায় আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র। জার্মানিতে ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসএলএম টপ অ্যাওয়ার্ড জিতেছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রিকশা গার্ল। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় এ পদক ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক উৎসবটি ১৯৯৬ সাল থেকে শিশু-কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। জার্মানির কেমনিটজে শহরে অনুষ্ঠিত উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র যায়।

চলচ্চিত্রগুলোকে বিভিন্ন প্রতিযোগিতামূলক শ্রেণিতে ভাগ করা হয়। ৭৭টি ফিচার ফিল্ম ও ১১৬টিরও বেশি শর্ট ফিল্ম বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে পেশাদার বিচারকম-লীর মাধ্যমে নির্বাচিত আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রিকশা গার্ল’ পুরস্কার পেয়েছে। এর আগে ২২ জুলাই থেকে ‍১ আগস্ট পর্যন্ত চলা দক্ষিণ আফ্রিকার ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় সিনেমাটি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এটি।

রিকশা গার্ল সিনেমার মূল চরিত্র নভেরা রহমান। এতে তার নাম নাঈমা। সিনেমায় আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। আয়নাবাজি নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় সিনেমা রিকশা গার্ল।

এ জাতীয় আরো খবর

 হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানের মেয়ের মরদেহ উদ্ধার

হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানের মেয়ের মরদেহ উদ্ধার

মুকেশ আম্বানির মেয়ের বাড়ি কিনে নিলেন জেনিফার লোপেজ

মুকেশ আম্বানির মেয়ের বাড়ি কিনে নিলেন জেনিফার লোপেজ

না ফেরার দেশে কিংবদন্তি রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদ

না ফেরার দেশে কিংবদন্তি রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদ

কৃত্রিম মডেল আইতানার  মাসিক আয় সাড়ে ৩ লাখ টাকা

কৃত্রিম মডেল আইতানার মাসিক আয় সাড়ে ৩ লাখ টাকা

১০ হাজার আটশ কোটি টাকার ব্যবসা করল গ্রেটার 'বার্বি'

১০ হাজার আটশ কোটি টাকার ব্যবসা করল গ্রেটার 'বার্বি'

লস অ্যাঞ্জেলেসে নাক ফেটে গেছে শাহরুখ খান'র, অস্ত্রোপচার

লস অ্যাঞ্জেলেসে নাক ফেটে গেছে শাহরুখ খান'র, অস্ত্রোপচার