মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইংরেজী, ১০ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

পূজা মণ্ডপ পরিদর্শন করলেন শফিউল আলম চৌধুরী নাদেল

সিলেট সান ডেস্ক::

২০২১-১০-১৩ ১০:৪২:৫৫ /

 

হিন্দুধর্মাবল্বীদের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দূর্গাপূজার অষ্ঠমীতে নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘ শারদীয় দূর্গাপূজা মণ্ডপ সহ নগরীর বিভিন্ন পূজা মন্ডব বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।


পরিদর্শন কালে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ধর্ম যার যার উৎসব সবার এমন নীতি আদর্শ নিয়েই রাষ্ট পরিচালনা করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসে সামপ্রদায়িক সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে কাজ করে যেতে হবে। সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধম্বালীরা বিপুল উৎসব মুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিবছর উদযাপন করে যাচ্ছেন শারদীয় দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপে অনুদান প্রদানসহ মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সমাজের যাবতীয় অনাচার অবিচারকে দলিত করে ধর্ম ও মানবতা প্রতিষ্ঠায় সনাতন ধর্মের অনুসারীরা দুর্গাদেবীর আরাধনার মাধ্যমে করোনার দুযোর্গকালিন সময়ে দূর্যোগ থেকে মুক্তিসহ শোষনহীন সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রার্থনা করবেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সদস্য জুমাদিন আহমদ, শ্যামল চৌধুরী, জয়দীপ দাস সুজন, চৈতালী সংঘ শারদীয় দূর্গাপূজা পরিচালনা পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র রায়, সহ-সভাপতি গৌতম বণিক, এডভোটে অশেষ কর, সহ-সাধারণ সম্পাদক নির্মল রায় (রাজা), অর্থ ও পরিচালনা সম্পাদক মদন মোহন কর্মকার, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও চৈতালী সংঘ পরিষদের সাংগঠনিক সম্পাদক বিক্রম কর (সম্রাট), ব্যবস্থাপনা উপ-পরিষদের আহ্বায়ক মৃদুলাল ভট্টাচার্য্য (অপু), প্রচার উপ-পরিষদের আহ্বায়ক ভ্রমর রায়, অর্থ উপ-পরিষদের আহ্বায়ক পংকজ দাস, যুগ্ম আহ্বায়ক শান্তনু দাস (পান্না), সদস্য পংকজ শর্ম্মা, কিশোর চক্রবর্তী (মুন), বঙ্গজ কর (অনিক), সাংগঠনিক উপ-পরিষদের আহ্বায়ক নেহার রায়, যুগ্ম আহ্বায়ক এড প্রবাল চৌধুরী (পৃজন), পূজা অর্চ্চনা উপ-পরিষদের আহ্বায়ক বিবেক কর (ভুলেট), যুগ্ম আহ্বায়ক সজল দাস (অনিক), সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক জোনাক চৌধুরী, প্রসাদ বিতরণ উপ-পরিষদের আহ্বায়ক কেশব সেন, যুগ্ম আহ্বায়ক রঞ্জন রায়, উত্তম চৌধুরী প্রমুখ।

 

সিলেট সান/এসএ

 

এ জাতীয় আরো খবর

 বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্মারকলিপি ও দোয়া মাহফিল  করেছ সিলেট জেলা বিএনপি

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্মারকলিপি ও দোয়া মাহফিল করেছ সিলেট জেলা বিএনপি

পরলোকে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত

পরলোকে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত

সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র পুরস্কার বিতরণ

সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র পুরস্কার বিতরণ

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ইফতার মাহফিল সম্পন্ন

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ইফতার মাহফিল সম্পন্ন