শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

সিলেটে মৃত্যুহীন দিনে করোনা আক্রান্ত ৩

স্টাফ রিপোর্ট::

২০২১-১০-১৩ ০৪:৩৭:১৪ /


সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ সময় নতুন করে আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮২২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার শূন্য দশমিক ৩৬ শতাংশের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ৩ জনের মধ্যে ২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৭৩১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৭১৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪২ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৩১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন।

এ নিয়ে বিভাগে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৩ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলার ১১ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে আছেন সিলেট জেলায় ৩১ হাজার ৪১৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৫৮ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮০৮ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ২৭৩ জন।

 

সিলেট সান/এসএ

 

এ জাতীয় আরো খবর

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

 দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

 আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান