বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইংরেজী, ১৪ চৈত্র ১৪৩০ বাংলা ENG

শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে প্রক্টরিয়াল বডির সাক্ষাত

সিলেট সান ডেস্ক::

২০২১-০৯-২৬ ১০:০০:৩৮ /

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে প্রক্টরিয়াল বডির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইউনিভার্সিটি সেন্টারের প্রক্টর রুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

মতবিনিময়কালে নতুন প্রক্টর ড. মো. আলমগীর কবীর বলেন, বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখতে প্রক্টরিয়াল বডি সবসময় কাজ করে যাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকসহ সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক গণমাধ্যমে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আশা করি সামনের দিনগুলোতেও প্রেসক্লাব ও প্রক্টরিয়াল বডির পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গঠনমূলক ও ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন সাংবাদিকরা।

মতবিনিময় সভায় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সফলতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সংকট গণমাধ্যমে তুলে ধরেন প্রেসক্লাবের সাংবাদিকরা। বিশ্ববিদ্যালয়কে সঠিক গন্তব্যে পৌঁছাতে, উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে এবং ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতে প্রেসক্লাব ও প্রক্টরিয়াল বডি সমন্বয় করে কাজ করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক আবু হেনা পহিল, সহকারী অধ্যাপক শেখ মির্জা নুরুন্নবী, সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব, সহকারী অধ্যাপক শফিউল হোসেন, সহকারী অধ্যাপক মো. ত্বা-সীন হোসেন অংকুর, প্রভাষক মুহামমদ মিজানুর রহমান, প্রভাষক সজিব কুমার মহন্ত এবং সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরী।

প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রাজীব হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম ও রাশেদুল হাসানসহ সদস্যরা।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

হাইকোর্টের আদেশ: রোজায় বিদ্যালয় বন্ধ

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: নাসির উদ্দিন খান

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

এসএসসি-সমমানে পরীক্ষার্থী ২০ লাখ, সিলেটে ১ লাখ ৯ হাজার

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক

গৃহস্থালীর বর্জ্যে সার, শ্রেষ্ঠ উদ্ভাবক সিকৃবির ইফা ও অলিক