শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইংরেজী, ১৫ চৈত্র ১৪৩০ বাংলা ENG

শাহজালাল সার প্রকল্পে দুর্নীতি : সিলেটে দুদকের ১৫ মামলা

সিলেট সান ডেস্ক::

২০২১-০৮-০৪ ১১:৫১:১২ /

ভুয়া বিল-ভাউচারে শাহজালাল সার কারখানার প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের হিসাব বিভাগের সাবেক প্রধান কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ ইকবালসহ ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপ-পরিচালক মো. নুর-ই-আলম বাদী হয়ে গত মঙ্গলবার এ মামলাগুলো দায়ের করেন।

জানা গেছে, দুর্নীতির অভিযোগে মামলাগুলোর প্রধান আসামি খোন্দকার মুহাম্মদ ইকবাল ও অপর আসামি প্রতিষ্ঠানের সাবেক রসায়নবিদ নেছার উদ্দিন আহমদকে বরখাস্ত করা হয়। সরকারি মালিকানাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জের ওই সার কারখানা থেকে বরখাস্তের পর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তদন্ত ও দুদকের অনুসন্ধানে তাদের দুর্নীতির তথ-প্রমাণ বেরিয়ে আসে।

এজাহারগুলোতে বলা হয়, গত ২০১৩-১৮ সাল পর্যন্ত শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের উন্নয়ন কাজে অনিয়ম, দুর্নীতির আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজসে ভুয়া বিল-ভাউচারে আসামিরা মোট ৩৮ কোটি ৭১ লাখ ২৪ টাকা আত্মসাৎ করেন। আসামিদেরে মধ্যে আটজনই ঠিকাদার।

গত ২০১৩-১৮ সাল পর্যন্ত প্রকল্পের নানা নির্মাণ কাজে বড় ধরনের দুর্নীতির প্রমাণ মিলেছে। এছাড়া কেনাকাটা, গাড়ি সার্ভিসিং, গাড়ি মেরামত, গাড়ি ভাড়া, আপ্যায়ন, ভুয়া সম্মানি ভাতা প্রদান, খাবার বিল, ফটোকপিসহ নানা উৎস থেকে ভুয়া বিল দাখিল করে ওই টাকা আত্মসাৎ করা হয়।

প্রকল্পের হিসাব বিভাগের সাবেক প্রধান কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ ইকবালকে ১৪টি মামলায় আসামি করা হয়েছে। সাবেক রসায়নবিদ নেছার উদ্দিন আহমদকে আসামি করা হয় দুই মামলায়।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো করা হয়।

শাহজালাল সার কারখানার ওই পরিমাণ অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ও ১৫ মামলার আসামি আট ঠিকাদার হলেন, মেসার্স টিআই ইন্টারন্যাশনালের মালিক মোসা. হালিমা আক্তার, মেসার্স রাফী এন্টারপ্রাইজের মালিক মো. নুরুল হোসেন, ফালগুনী ট্রেডার্সের এমডি এএসএম ইসমাইল খান, মেসার্স আয়মান এন্টারপ্রাইজের মালিক সাইফুল হক, মেসার্স এন আহমদ অ্যান্ড সন্সের মালিক নাজির আহমদ (বচন), মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মো. হেলাল উদ্দিন, মেসার্স ড্যাফোডিল ইন্টারন্যাশনালের মালিক মো. জামশেদুর রহমান খন্দকার ও মেসার্স সাকিব ট্রেডার্সের মালিক মো. আহসান উল্লাহ চৌধুরী।


সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

শনিবার ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

রাগ করে স্ত্রী চলে যাওয়ায় বাবাকে খুন করল ছেলে

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

বৌভাতে যাওয়া হলনা তাদের: দরবস্তে পিকআপ-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

 দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

 আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে হামলা, তরুন খুন, ভাই আহত

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান

প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে: মন্ত্রী ফারুক খান