শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইংরেজী, ১৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

করোনাকালে অব্যাহত নয়াসড়ক ক্রীড়া সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট সান ডেস্ক::

২০২১-০৮-০২ ০৭:৫৫:৫০ /

 

নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে গরীব অসহায় মানুষের মধ্যে করোনাকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) বাদ আসর প্রবাসী মোছা: রাবেয়া বেগম রাবনা, আওলাদ হোসেন, হ্যাপি উদ্দিন, কামরুন্নাহার পলি, শফিকুর রহমান সেপু, মুহিবুর রহমান শিপলুর সার্বিক সহযোগিতায় নয়াসড়ক এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।


নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুলের সভাপতিত্বে ও সহ সভাপতি নাজিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ১ম সহ সভাপতি ও চেম্বার এন্ড কমার্স এর সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা শুরুর পর থেকে সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে নয়াসড়ক ক্রীড়া সংস্থা। করোনা মহামারি ছাড়াও প্রবাসীদের অর্থায়নে তারা সব সময় মানুষের সাহায্যে কাজ করেছে।

এখনও এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, বৈশ্বিক মহামারি শুরুর পর থেকে প্রবাসী বিদেশের মাটিতে অনেক কষ্টে দিন যাপন করেও দেশের মানুষের কথা চিন্তা করে সাহায্যের হাত প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছেন। তারা নিজ দেশের মানুষকে এখনও ভুলেন নি।

তাই প্রবাসী ছাড়াও আমাদের সকলের উচিত সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের সাহায্যে এগিয়ে আসা।    

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব, সিলের ফুটবল ক্লাব সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, সিলেট ব্যাটমেন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফেডারেশনের সিলেট মহানগরের সহ দপ্তর সম্পাদক আব্দুল হামিদ টিটু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শরিফ আহমদ সুমন, নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার আহবায়ক রুজেল ইমাম, সদস্য সচিব আবি আহমদ, সংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান তাহা, মিশন মাইন্ডেড অর্গানাইজেশনের সভাপতি মিনহাজুর রহমান রাহি, মিলাদ আহমদ, নওশাদ আহমদ রাইয়ান, শাহীন আহমদ প্রমুখ।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

এপিবিএন সিলেট এর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

 বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী লাফার্জহোলসিম

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ওসমানীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্মারকলিপি ও দোয়া মাহফিল  করেছ সিলেট জেলা বিএনপি

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্মারকলিপি ও দোয়া মাহফিল করেছ সিলেট জেলা বিএনপি

পরলোকে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত

পরলোকে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত

সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র পুরস্কার বিতরণ

সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র পুরস্কার বিতরণ