মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইংরেজী, ৩ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

কমলগঞ্জে পর্যটন কেন্দ্রে উপচেপড়া ভীড়

কমলগঞ্জ প্রতিনিধি::

২০২১-০৭-২২ ০৯:৫৪:০৮ /


মৌলভীবাজারের কমলগঞ্জের পর্যটন স্পটগুলোতে ঈদুল আযহা উপলক্ষে বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলোতে বাঁধা উপেক্ষা করে উঠতি বয়সী ছেলে মেয়েদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। পদ্মকন্যার নয়নাভিরাম মাধবপুর লেক, প্রকৃতির সৌন্দর্যের অপার লীলা নিকেতন রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান আর ‘ঝর্ণা সুন্দরী’র হামহাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি সৌধ ছিল দর্শনার্থীদের পদভারে মুখরিত।


 সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার পর্যটকরা। বুধবার ঈদের দিনসহ ঈদের পরের দিন ও তার ব্যতিক্রম ছিল না। মাধবপুর লেক আর লাউয়াছড়া উদ্যানে দেখা মিলে এসকল উঠতি বয়সী দর্শনার্থীদের। লকডাউন শিথিল হওয়ার কারণে নিরাপত্তাকর্মীদের বাঁধা উপেক্ষা করে পর্যটকরা ঢুকে পড়েন লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেকসহ অন্যান্য পর্যটনকেন্দ্র গুলোতে। বুধবার ঈদের দিন বিকেলে লাউয়ামাধবপুর চা-বাগান লেকে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মেনে নারী-পুাংষ ও শিশুরা দলবেঁধে ঘুরে বেড়াচ্ছেন।


লেকে প্রবেশের অদূরে চা-কারখানার সামনের গেটে পর্যটকদের মোটরসাইকেল ও যানবাহন আটকে দিলেও টাকার বিনিময়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে পর্যটকদের। কেউ কেউ টাকা দিতে না পেরে লুকিয়ে চা-বাগানের ভেতর দিয়ে পাঁয়ে হেঁটেই লেকে প্রবেশ করছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক মাধবপুর লেকের গেটম্যান বলেন, দেশের পর্যটনকেন্দ্র বন্ধ রেখেছে। মাধবপুর লেকও বন্ধ ছিল। কিন্তু ঈদের দিন সকাল থেকে লেকে পর্যটকরাপ্র্রবেশ করছে। কারও মুখে মাস্ক নেই, মাস্ক কোথায় জিজ্ঞাসা করলেও ধমক দেয় আমাদের। সামনের গেইটগুলোর দায়িত্বে থাকা গেটম্যানরা ভেতরে মোটরসাইকেল ও পাঁয়ে হেটে প্রবেশের সুযোগ দিচ্ছে বলেই তো এতো পর্যটকের ঢল নেমেছে। আমাদের কিছু করার নেই।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, করোনাকালীন সময়ে পর্যটন কেন্দ্রে প্রবেশ কোন ভাবেই মানা যাবে না। দলবেঁধে এভাবে স্বাস্থ্যবিধি ভেঙে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ দেওয়া যাবে না।

 

সিলেট সান/এসএ

 

এ জাতীয় আরো খবর

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জুড়ীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যমজ সন্তানকে  হত্যা, মা আটক

যমজ সন্তানকে হত্যা, মা আটক

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

চতুর্থবারের মতো নির্বাচিত মন্ত্রী শাহাবউদ্দিন

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

মৌলভীবাজার-৪ আসনে আব্দুস শহীদ বেসরকারিভাবে নির্বাচিত

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

বড়লেখায় র‌্যা ‘র হাতে অজ্ঞান পার্টির ২ হোতা গ্রেপ্তার

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ

দ্বৈত নাগরিকত্ব: মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদের আপিল খারিজ