শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইংরেজী, ৭ বৈশাখ ১৪৩১ বাংলা ENG

“যৌন নির্যাতন প্রতিরোধ নীতিমালা” ঘোষণা করলেন সুলতানা কামাল

সিলেট সান ডেস্ক::

২০২১-০৭-১১ ০৩:৫৭:৫২ /

 


করোনায় সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউনের মধ্যে গত ৬ জুলাই একটি অনলাইন সভার মাধ্যমে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের যৌথ উদ্যোগে যৌন সহিংসতামুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয়ে যৌন নির্যাতন প্রতিরোধ নীতিমালার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই কর্মসূচিটি ইউএন ওমেন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরাই পারি জোটের চেয়ারপারসন এবং মানবাধিকারকর্মী সুলতানা কামাল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, ইউএন উইমেনের এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের প্রোগ্রাম স্পেশালিস্ট জুলিয়া পেলোসি, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানা, কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আমেনা বেগম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং যৌন নিপীড়নবিরোধী কমিটির ফোকাল জুবাইদা নুর খান, শিক্ষক কাউন্সিলের সম্পাদক মোহাম্মদ শাহজাহান এবং কুমিল্লার মানবাধিকার সংস্থা দৃষ্টির নির্বাহী পরিচালক পাপড়ি বসু। পুরো অনলাইন কর্মসূচিটি সঞ্চালনা করেছেন আমরাই পারির নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক।

২০০৯ সালের হাইকোর্ট নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা এবং কমিটি গড়ে তোলার কথা থাকলেও প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং তদারকির অভাবে এখনো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নীতিমালা কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়নি। ইউএন ওমেনের সহযোগিতায় ‘কম্ব্যাটিং জেন্ডার বেসড ভায়োলেন্স’ প্রজেক্টের অধীনে আমরাই পারি জোট বগুড়া, কুমিল্লা ও পটুয়াখালী এই তিনটি জেলায় মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন প্রতিরোধ নীতিমালা এবং কমিটি গড়ে তোলার কাজ করছে। আর তারই পথ ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল।

 

সিলেট সান/এসএ

এ জাতীয় আরো খবর

মাতৃত্বকালীন ছুটি বাড়ছে নারী শ্রমিকদের, পাবেন ১২০ দিন

মাতৃত্বকালীন ছুটি বাড়ছে নারী শ্রমিকদের, পাবেন ১২০ দিন

 ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক পেলেন সৈয়দা জেবুন্নেছা হক

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক পেলেন সৈয়দা জেবুন্নেছা হক

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ

গ্রাসরুটস'র উদ্যোক্তা উন্নয়ণ প্রশিক্ষণ শুরু

গ্রাসরুটস'র উদ্যোক্তা উন্নয়ণ প্রশিক্ষণ শুরু

সিলেটে উইমেন অফ দ্যা ওয়ার্ল্ড এর উদ্বোধন

সিলেটে উইমেন অফ দ্যা ওয়ার্ল্ড এর উদ্বোধন

২০২১ সালের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: এমএসএফ

২০২১ সালের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: এমএসএফ